পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

48 শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৩, ২১শে জুলাই চতুৰ্দ্দলে থাক তুমি কুলকুণ্ডলিনী, ষড়দল বজ্রাসনে বস ম আপনি । তদুধ্বেতে নাভিস্থান মা মণিপুর কয়, নীলবর্ণের দশদল পদ্ম যে তথায়, । স্বযুয়ার পথ দিয়ে এস গো জননী । কমলে কমলে থাক কমলে কামিনী । । তদুধোতে আছে মাগো সুধা সরোবর, রক্তবর্ণের দ্বাদশদল পদ্ম মনোহর, পাদপদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ (মা ), হৃদে আছে বিভাবর তিমির বিনাশ । তদূর্ধ্বে তে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধুম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল । সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ । তদৃধে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম, সদায় আছয়ে মন হইয়ে আবদ্ধ । মন যে মানে না আমার মন ভাল নয়, দ্বিদলে বসিয়া রঙ্গ দেখয়ে সদায় । তদূর্ধ্বেমস্তকে স্থান মা অতি মনোহর, সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর । তথায় পরম শিব আছেন আপনি, । সেই শিবের কাছে বস শিবে মা আপনি । তুমি আছাশক্তি মা জিতেন্দ্রিয় নারী, যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী ।