পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত অধর সেনের বাটতে কীৰ্ত্তনানন্দে & হর শক্তি হর শক্তি মুদনের এবার, যেন না আসিতে হয় মা ভব পারাবার। । তুমি আঁঠাশক্তি মাগে৷ তুমি পঞ্চতত্ব, । কে জানে তোমারে ভূমি তুমিই তত্ত্বাতীত। । ওম ভক্ত জন্ত চরাচরে তুমি সে সাকার, [ নিরাকার সচ্চিদানন্দ দর্শন—ঘটুচক্র ভেদ-নাদভেদ ও সমাৰি ] | ঐযুক্ত রামলাল যখন গাহিতেছেন— । “তদুধোতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্ৰবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাষ্টারকে বলিতেছেন— - “এই শুন, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধচক্র ভেদ হলে সকলি আকাশ ” মাষ্টার—আজ্ঞে ই । স্ত্রীরামকৃষ্ণ–এই মায় জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছান যায়। নাদ ভেদ হ'লে তবে সমাধি হয়। ওঁকার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয় । ,.姆