পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসারের কাজ কর। আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তি: শাস্ত্ৰ—শ্ৰীমদ্ভাগবৎ বা চৈতন্যচরিতামৃত-এই সমস্ত পড়বে ।" । কহিতে প্রথমে ভরাধাকাস্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া । প্রণাম করিলেন। চাদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণ দ্বিতীয়া—প্রাঙ্গণ ৷ মন্দিরশীর্ষ, অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাষ্টার দেখিলেন ঠাকুর খাইতে । বসিতেছেন । দক্ষিণাস্তে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দুই একখানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাষ্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন । আজই কলিকাতায় । ফিরিবেন । দ্বিতীয় পরিচ্ছেদ গুরুশিষ্যসংবাদ–গুহ্যকথা ঠাকুর ত্রীরামকৃষ্ণ র্তাহার সেই পূৰ্ব্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। আজ শুক্রবার ৭ই সেপ্টেম্বর ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ, ভাদ্র শুক্ল ষষ্ঠ তিথি, রাত আন্দাজ ৭॥০ সাড়ে সাতটা বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ –সে দিন কলকাতায় গেলাম। গাড়ীতে যেতে যেতে দখলাম জীব সব নিম্নদৃষ্টি,—সববাইয়ের পেটের চিন্তা ! সব পেটের জন্য দেড়চ্ছে ! সকলেরই মন কামিনী-কাঞ্চনে। তবে দুই একটি দখলাম উধ্ব দৃষ্টি,—ঈশ্বরের দিকে মন আছে। -