পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• স্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৩, ৭ই সেপ্টেম্বর অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে : তাই অভাব বেড়েছে। ੰ, গ্রীরামকৃষ্ণ-ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত 1 মণি–এর নিরাকারবাদী। । [ পূর্বকথা—স্ত্রীরামকৃষ্ণের ব্ৰহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন— ইংরাজ, হিন্দু, অন্ত্যজ wifs (depressed classes), vis, কীট, বিষ্ঠা, মূত্ৰ, সৰ্ব্বভূতে এক চৈতন্ত দর্শন । স্ত্রীরামকৃষ্ণ—আমাদের এখানেও ঐ মত আছে। কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্ৰহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন । শ্রীরামকৃষ্ণ—আমি একদিন দেখলাম, এক চৈতন্য অভেদ | প্রথমে দেখালে, অনেক মানুষ জীবজন্তু রয়েছে,—তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান হাতে এক সানকি, তাতে ভাত রয়েছে । সেই সানকির ভাত সববাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলাম ! “আর একদিন দেখালে,—বিষ্ঠ, মূত্র, অন্ন, ব্যঞ্জন সব রকম খাবার জিনিস,—সব পড়ে রয়েছে । হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মত আস্বাদ করলে । যেন জিহা লক লক্‌ করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে ! বিষ্ঠা মুত্র সব আম্বাদ করলে ! দেখালে যে সব এক,—অভেদ ” I পূৰ্ব্বকথা—পার্ষদগণ দর্শন—ঠাকুর কি অবতার ] স্ত্রীরামকৃষ্ণ (মণির প্রতি)—আবার একবার দেখালে যে, এখানকার