পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O A) - স্ত্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা, ঈশ্বর—স চাতুৰী । - চাতুরী’ । প্রশ্ন লিঙ্গ । দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্তসঙ্গ । স্ত্রীরামকৃষ্ণ 9কালীবাড়ীর সেই পূৰ্ব্বপরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া । আছেন, সহাস্তবদন । ভক্তদের সহিত কথা কহিতেছেন। র্তাহার। আহার হইয়া গিয়াছে। বেলা ১টা ২টা হইবে। আজ রবিবার। ৯ই সেপ্টেম্বর ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ। ভাত্র শুক্ল সপ্তমী। ঘরের মেজেতে রাখাল, মাষ্টার, রতন বসিয়া আছেন। শ্ৰীযুক্ত রামলাল, শ্ৰীযুক্ত রাম চাটুয্যে, শ্ৰীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন স্ত্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন। ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যছ মল্লিকের কলিকাতার বাড়ীতে নীলকণ্ঠের যাত্র হবে। রতন—আপনার যেতে হবে। তার বলে পাঠিয়েছেন, অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ—তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা! । নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! - একজন ভক্ত—আজ্ঞা হঁ।