পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগ (১৮৮৩, ৭ই সেপ্টেম্ব १० बैङ्कीब्राभङ्ख्कथाश्ङ-७झ - হয় । ভক্তের জন্য ভগবানের নরম ভাব । হয়ে যায়—তিনি કેઃ ভ্যাগ করে ভক্তের কাছে আসেন। । " . . . দুই জনে আবার চুপ করিয়া আছেন। ... মণি-এ সব দর্শন ভাবি, কেন সত্য হবে না-যদি এ সব অসত হয় এ সংসার আরও অসত্য—কেন না যন্ত্র মন একই। ও সব দর্শ শুদ্ধ মনে হচ্চে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্চে । শ্রীরামকৃষ্ণ-এবার দেখছি, তোমার খুব অনিত্য বোধ হয়েছে আচ্ছা, হাজরা কেমন বল । - মণি-ও এক রকমের লোক ! ( ঠাকুরের হাস্য )। শ্রীরামকৃষ্ণ–আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে ? মণি—আজ্ঞে না । শ্রীরামকৃষ্ণ—কোন পরমহংসের সঙ্গে ? মণি—আজ্ঞে না। আপনার তুলনা নাই । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )-অচীনে গাছ শুনেছ ? মণি—আজ্ঞে না । w শ্রীরামকৃষ্ণ—সে এক রকম গাছ আছে,—তাকে কেউ দেখে চিনতে পারে না। । - * মণি—আজ্ঞে, আপনাকেও চিনবার যে নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে ! মণি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ে সূৰ্য্য' আর 'অচীনে গাছ এই সব কথা যা বললেন এরই নাম কি অবতার ? এরই নাম কি নরলীলা। ঠাকুর কি অবতার ? তাই পার্ষদদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাড়িয়ে ডাকতেন,—ওরে তোরা কে কোথায় আছিস্ আয় }