পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ খ্রীরামকৃষ্ণকথামৃত-জ ভাগ ১৮৮৩, ৯ই সেপ্টেম্বর দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়-তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। “একদিন একজন বড় মানুষ এসেছিল। আমায় বলে, মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাপু, সে আমি নই—তোমার ভুল হয়েছে। সে অচলানন্দ । r “যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা—এ সব গ্রাহ করে না। সে ভাবে, দেহ মুখের জন্য, কি লোকমান্যের জন্য, কি টাকার জন্য, আবার তপ জপ কি। এ সব অনিত্য, দিন দুই তিনের জন্য ।” আগন্তুক বাবুরা এইবার গাত্ৰোখান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি । তাহারা চলিয়া গেলেন। ঠাকুর ঐরামকৃষ্ণ ঈষৎ হ্রাস্ত করিতেছেন ও মাষ্টারকে বলিতেছেন, “চোরান শুনে ধৰ্ম্মের কাহিনী।” ( সকলের হাস্য )।