পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ a শ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ , ১৮৮৩, ৯ই সেপ্টেম্বর কি হবে ? তার পরে সেই কথা কৃষ্ণকিশোর ਚਯ বলেছিল, কি ! সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে !—যে কৃষ্ণ নাম করে, বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়। আর সে সব চিন্ময় দেখে,— “চিন্ময় খাম ‘চিন্ময় ধাম । বলেছিল, একবার কৃষ্ণনাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর ভাবনা কি ! তবে মাঝে মাঝে এক একবার কাদতো। পুত্ৰশোক ! l “বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিবনাম ক'রে জল তুলে দিলে—আমন আচার ব্রাহ্মণ সেই জল খেলে! কি বিশ্বাস ! . “বিশ্বাস নাই অথচ পূজা, জপ, সন্ধ্যাদি কৰ্ম্ম করছে,—তাতে কিছুই হয় না ! কি বল ?” মণি—আজ্ঞা, হা । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি। যত রাজ্যের কথা ! বিধবা পিসি বলছে—ম, দূর্গ। পূজা আমি না হ’লে হয় না-শ্ৰীটি গড়া পৰ্য্যন্ত ! বাটতে বিয়ে থাওয়া হ’লে সব আমায় করতে হবে মা-তবে হবে। ফুলশয্যের যোগাড়, খয়েরের ° বাগানটি পর্য্যন্ত ! - মণি—আজ্ঞে, এদেরি বা দোষ কি, কি নিয়ে থাকে ! শ্রীরামকৃষ্ণ (সহস্যে)–ছাদের উপর ঠাকুর স্বল্প, নারায়ণ পূজা হচ্ছে। পূজার নৈবেদ্য, চন্দন ঘসা, এই সব হচ্ছে । কিন্তু ঈশ্বরের কথা একটি নাই! কি রাঁধতে হবে,—আজ বাজারে কিছু ভাল পেলে না,— কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল ! ও ছেলেটি আমার খুড়তুত ভাই