পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৪ , ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৩, ২৭শে ডিসেম্ব কৰ্ম্ম বন্ধনের মহৌষধ ও পাপকৰ্ম্ম-কৰ্ম্মযোগ ] | ঐরামকৃষ্ণ (শ্ৰীশের প্রতি )—তুমি কি কর গা ? শ্ৰীশ–আজ্ঞ, আমি আলিপুরে বেরুচ্চি। ওকালতি করছি। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি )—এমন লোকের ওকালতি ? ( শ্ৰীশের প্রতি )–আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে ? “সংসারে অনাসক্ত হয়ে থাকা, কেমন ?” শ্ৰীশ–কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয় । কেউ পাপ কৰ্ম্ম করছে, কেউ পুণ্য কৰ্ম্ম। এ সব কি আগেকার কৰ্ম্মের ফল, তাই করতেই হবে। শ্রীরামকৃষ্ণ—কৰ্ম্ম কত দিন । যত দিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হ’লে সব যায়। তখন পাপ-পুণ্যের পার হয়ে যায়। aهي “ফল দেখা দিলে ফুল যায়। ফুল দেখা দেয় ফল হবার জন্য । “সন্ধ্যাদি কৰ্ম্ম কত দিন ? যত দিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে । এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধ ভক্তি লাভের লক্ষণ । “র্তাকে জানলে পাপ-পুণ্যের পার হয়। “প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্ৰহ্ম জেনে মৰ্ম্ম ধৰ্ম্মাধৰ্ম্ম সব ছেড়েছি।” “র্তার দিকে যত এগুবে, ততই তিনি কৰ্ম্ম কমিয়ে দেবেন গৃহস্থের বে। অন্তঃসত্ত্বা হলে শাশুড়ী ক্রমে ক্রম কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয়, তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়, সেইটিকে নিয়েই আনন্দ ” শ্ৰীশ–সংসারে থাকতে থাকতে র্তার দিকে যাওয়া বড় কঠিন ।