পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Seb- শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৪, ১৫ জুন । م. دم ,۶۷ي \عه ۶۹ی « ঐরামকৃষ্ণ (হাসিয়া) । তুমি বলছে বটে, তার নাম রাখবার জন্য সব ক’চ্ছে ; কিন্তু কিছু দিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শুন । “একজন লোকের একটা পাহাড়ের উপর একখানা ঘর ছিল। কুঁড়ে ঘর। অনেক মেহনত ক’রে ঘরখানি ক’রেছিল। কিছুদিন পরে একদিন ভারি ঝড় এলো । ক ড়ে ঘর টল টল ক’ৰ্ত্তে লাগলো। তখন সে ঘররক্ষার জন্য ভারি চিন্তিত হ’লো ! ব’ল্পে, হে পবনদেব, দেখো যেন ঘরট ভেঙ্গে না বাবা! পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মড় মড় ক’ত্তে লাগলে । তখন লোকটা একটা ফিকির ঠাওরালে ;–তার মনে পড়লে যে, হনুমান পবনের ছেলে । ষাই মনে পড়া, অমনি ব্যস্ত হ’য়ে ব’লে উঠ লো—বাবা ! ঘর ভেঙ্গে না, হহমানের ঘর, দোহাই তোমার! কিন্তু ঘর তবুও মড়মড় করে। কেবা তার কথা শুনে ! অনেকবার ‘হকুমানের ঘর’ ‘হনুমানের ঘর করার পর দেখলে যে কিছু হ’লো না! তখন ব’লতে লাগলো, বাবা 'লক্ষ্মণের ঘর লক্ষ্মণের ঘর” । তাতেও হ’লো না । তখন বলে, বাবা, “রামের ঘর’ ‘রামের ঘর” । দেখো ৰাবা ভেঙ্গে না, দোহাই তোমার! তাতেও কিছু হ’লে না, ঘর মড়মড় ক’রে ভাঙ্গতে আরম্ভ হ’লো। তখন প্রাণ বাচাতে হবে, লোকট। ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলতে লাগলে,—যা শালার ঘর ! AeASeSeeSeeSe AeSeeASeSeSAASAASAASAASAASAA AAAA AAAA AAAA AAAA AAAASAAAA AAAAeMAAMSAASJAAA AAAAA SAASAASAASAAeeASAMA MAAAS AAAAA AAAASASASS [ জীবনের উদ্দেশ্বা ; ডুব দাও । ] | ( প্রতাপের প্রতি )। কেশবের নাম তোমায় রক্ষা ক’ত্তে হবে না। যা কিছু হয়েছে, জানবে ঈশ্বরের ইচ্ছায়। র্তার ইচ্ছাতে হ’লে আবার তার ইচ্ছাতে * যাচ্ছে ; তুমি কি ক’রবে ? তোমার এখন কৰ্ত্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও— তার প্রেমের সাগরে ঝাপ দাও । এই কথা বলিয়। ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগিলেন । - ডুব, ডুব, ডুব, রূপসাগরে আমার মন । তলাতল পাতাল খুজলে পাবি রে প্রেম রত্ব ধন ॥--(উ৩ পৃষ্ঠা।) ( প্রতাপের প্রতি ) । গান শুনলে ? লেকচার, ঝগড়া, ও সব তো অনেক হ’লে, এখন ডুব দাও। আর এ সমূত্রে ডুব দিলে মরবার ভয় নাই। এ যে অমৃতের সাগর । মনে কোরো না যে, এতে মানুষ বেহেড়, হয় ; মনে কোরো না যে বেশী ঈশ্বর ঈশ্বর কল্পে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে

প্রতাপ। মহাশয়, নরেন্দ্র কে ? - ; }