পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠনঠনিয়াতে শশধর পণ্ডিত প্রভৃতি সঙ্গে । ১৪৩ AMMMMMMAiS Si MMMMMMMMMMMM MMMMMMMM MMMMMMMM MMMMMMMMMMMMMM MAMMMMM MMM MMMMMMMMAiMMMMAMMMMAMMMMT মাষ্টার । ,মাজ্ঞ, এখন স্তামপুকুর তেলিপাড়ায় আছি। স্কুলের । কাছে । r *- . . . ; স্ত্রীরামকৃষ্ণ । আজ স্কুলে যাও নাই ? মাষ্টার । আজ্ঞা, আজ রথের ছুটী । g . নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়ীতে অত্যন্ত কষ্ট হইয়াছে। তিনি পিতার জ্যেষ্ঠপুত্র-ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন। , কিন্তু কিছু বাথিয়া যাইতে পারেন নাই । সংসার প্রতিপালনের জন্য নরেজ o কাজ কৰ্ম্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কৰ্ম্মের জঙ্গ ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন । ঈশান Comptroller Generalax আফিসে Superintendent অর্থাৎ কৰ্ম্মচারীদের একজন অধ্যক্ষ ছিলেন । নরেন্সের বাটীর কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রের প্রতি ) । আমি ঈশানকে তোর কথা বলেছি । ঈশান ওখানে (দক্ষিণেশ্বর কালীমন্দিরে ) একদিন ছিল কিন—তাই বলেছিলাম । তার অনেকের সঙ্গে আলাপ আছে । . ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন । গান হইবে পাকোয়াজ বায়া তবলা ও তানপুর আয়োজন হইয়াছে। বাড়ীর একজন একটী পাত্র করিয়া পাকোয়জের জন্ত ময়দা আনিয়া দিল। বেলা ১১টা হইবে। ঈশানের ইচ্ছ। নরেন্দ্র গান করেন। । o শ্রীরামকৃষ্ণ ! ( ঈশানের প্রতি ) এখনও ময়দা । তবে বুঝি ( খাবার ) অনেক দেরী । ঈশান ( সহাস্যে ) আজ্ঞে না তত দেরী নাই । . . . . ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিতও হাসিয়া একটা উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন । . . . - ভাগবতের পণ্ডিত। দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর । যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল এই সব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষ গীত মনোহর। সঙ্গীতে পাষাণহৃদয় লোকও গলে যায়, কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি স্বন্দরী নারী কাছ দিয়ে তা হলে কাব্যও পড়ে থাকে, গীত পৰ্য্যন্ত ভাল লাগে না। সব মন