পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠনঠনিয়াতে শশধর পণ্ডিত প্রভৃতি সঙ্গে । SBS গৃহস্বামী । আদেশ পান নাই বটে। কৰ্ত্তব্যবোধে লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ। যে আদেশ পায় নাই, তার লেকচার কি হবে ? : “একজন ( ব্রাহ্ম ) লেকচার দিতে দিতে ব’লেছিল, ‘ভাইরে, আমি কত মদ খেতুম, হেন করতাম, তেন করতাম। এই কথা শুনে, লোকগুলো বলাবলি ক’বৃতে লাগলো, শাল, বলে কিরে ? মদ খেত ? এই কথা বলাতে উন্টে উৎপত্তি হ’ল। তাই ভাল লোক না হ’লে লেকচারে কোন উপকার হয় না । *s “বরিশালে বাড়ী একজন সদরওয়ালা বলেছিল, “মহাশয়, আপনি প্রচার ক’রতে আরম্ভ করুন। তা’হলে আমিও কোমর বাধি। আমি বললাম, ওগো একটা গল্প শোন । ওদেশে হালদার পুকুর ব’লে একটী পুকুর আছে। যত লোক তার পাড়ে বাহে ক’বৃতো। সকাল বেলা যারা পুকুরে আসতে, গালগালে তাদের ভূত ছাড়িয়ে দিত। কিন্তু গালাগালে কোন কাজ হ’ত না ; আবার তার পর দিন সকালে পাড়ে বাহে ক’রেছে, লোকে দেখ তো । কিছু দিন পরে কোম্পানি থেকে একজন চাপরাসী পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল ; কি আশ্চৰ্য্য, একবারে বাহে করা বন্ধ হ’য়ে গেল ! * , “তাই বলছি, হেজি পেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না । চাপরাস থাকলে তবে লোক মানবে । ঈশ্বরের আদেশ না থাকুলে লোক-শিক্ষণ হয় না। যে লোক-শিক্ষা দিবে, তার খুব শক্তি চাই! কলকাতায় অনেক । হছুমানপুরী আছে—তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এর তো (যার চারিদিকে সভায় বসে আছে ) পাঠ ঠা! - “চৈতন্যদেব নিজে অবতার। তিনি যা ক’রে গেলেন তারই কি রয়েছে বল দেখি ? আর যে আদেশ পায় নাই, তা’র লেকচারে কি উপকার হবে ? [ কি রূপে আদেশ পাওয়া যায় । ] হীরামকৃষ্ণ । তাই ব’লছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও । এই কথা ৰলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতে লাগিলেন । ডুব, ডুব ডুব, রূপ-সাগরে আমার মন। তলাতল পাতাল খ জলে পাবি রে প্রেম-রত্নধন । (৬৩ পৃষ্ঠা।) ঐরামকৃষ্ণ । এ সাগরে ডুবলে মরে না –এ যে অমৃতের সাগর । । - [ নরেন্দ্র ও অমৃতের সাগর। ] a " “আমি নরেন্দ্রকে বলেছিলাম-ঈশ্বর রসের সমুত্র ; তুই এ সমুলে ভুৰ,