পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । (১৮৮৪, ২৬ অক্টোবর । SeeeAeAeAeeAMAMAMAAAA টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, *একটু ভয় হ'ল। ভাবলুম, আমি কি লক্ষ্মীছাড়া হ'লুম! মা লক্ষ্মী যদি খাটু বন্ধ করে দেন, তা হ’লে কি হবে । তখন হাজরার মত পাটয়ারি স্ক'বলুম। ব’ল্লুম, মা ! তুমি যেন হৃদয়ে থেকে ! এক জন তপস্ত করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বল্লেন, তুমি বর লও। সে বল্লে, মা যদি বর দিবে, তবে এই কর, যেন আমি নাতির সঙ্গে সোণার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বৰ্য্য, সোণার থাল, সব হ'ল । ( সকলের হাস্য )। - “মন থেকে কামিনী-কাঞ্চন ত্যাগ হ’লে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনিই বদ্ধ, তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হ'লেই বদ্ধ—নিকৃতির নীচের কাটা উপরের কাটা থেকে তফাৎ হয় কখন ? যখন নিকুক্তির বাটাতে কামিনী-কাঞ্চনের ভার পড়ে। 蠱 "ছেলে ভূমিষ্ট হ’য়ে কেন কাদে ? গর্ভে ছিলাম, যোগে ছিলাম।” ভূমিষ্ঠ হ’য়ে এই বলে কাদে—“কাহা এ, কাহ এ ; এ কোথায় এলুম, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আৰার কোথায় এলাম। “তোমাদের পক্ষে মনে ত্যাগ—সংসার অনাসক্ত হয়ে কর।” - p [ সংসার ত্যাগ । ] * * : মহিমা । তার উপর মন গেলে আর কি সংসার থাকে ? * স্ত্রীরামকৃষ্ণ । সে কি ? সংসারে থাকৃবে না তো কোথায় যাবে ? আমি দেখছি যেখানে থাকি, রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা ! "রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর ব’ল্লেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন ব’ল্লেন, ‘রাম ! আগে আমার সঙ্গে বিচার কয়, তার পর সংসার ত্যাগ ক’রো। আচ্ছা, জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া । তা যদি হয়, তুমি ত্যাগ কর। রাম দেখলেন, ঈশ্বরই জীব জগৎসব হয়েছেন। র্তার সত্ত্বাতে সমস্ত সত্য বলে বোধ হচ্চে। তখন রামচন্দ্র চুপ ক’রে রইলেন। সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই - স্থবিধা। গৃহ থেকে যুদ্ধই ভাল ;–খাওয়া মেলে ;-ধর্শ্বপত্নী অমেক রক্ষৰ সাহায্য করে . কলিতে অন্নগত প্রাণ—শল্পের জন্য সান্ত জায়গায় ঘুরার চেয়ে এক জায়গাই জঙ্গি গৃহে, কেল্লার ভিতর থেকে স্কেন যুদ্ধ করা। •