পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে । Nరి ఏ SAAeeAMAAASAAAS ASA SSASAS SSAS SSAS AMA eAMAMAMMMeeAMAAAA a^^^^^^^^^^4, শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে ) । অগ্নি তত্ত্ব কাঠে বেশী । ঈশ্বরতত্ত্ব যদি খোজ, মানুষে খুজবে । মানুষে তিনি বেশী প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতাভক্তি—প্রেমভক্তি উথলে পড়ছে—ঈশ্বরের জন্য পাগল—র্তার প্রেমে মাতোয়ারা—সেই মানুষে নিশ্চিত জেনো, তিনি অবতীর্ণ হ’য়েছেন । ( মাষ্টার দৃষ্টে ) তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশী প্রকাশ, কোথাও ব৷ কম প্রকাশ । অবতারের ভিতর তার শক্তি বেশী প্রকাশ ; সেই শক্তি কখন কখন পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার। গিরীশ । নরেন্দ্র বলে, তিনি অবাত্মনসোগোচরম। শ্রীরামকৃষ্ণ । না ; এ মনের গোচর নয় বটে—কিন্তু শুদ্ধমনের গোচর। এ বুদ্ধির গোচর নয়,–কিন্তু শুদ্ধবুদ্ধির গোচর । কামিনীকাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি । তখন শুদ্ধমন শুদ্ধবুদ্ধি এক । শুদ্ধ মনের গোচর । ঋষি মুনির কি তাকে দেখেন নাই ? তারা চৈতন্তের দ্বারা চৈতন্তের সাক্ষাৎকণর ক’রেছিলেন ? গিরীশ ( হাসিতে হাসিতে ) ৷ নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে । শ্রীরামকৃষ্ণ । না ; আমায় বলেছে, গিরীশ ঘোষের মাহুষকে অবতার ব’লে অত বিশ্বাস ; এখন আমি আর কি ব’লবে। অমন বিশ্বাসের উপর কিছু ব’লতে নাই ।” 普 来 導 Lè 来 গিরীশ ( হাসিতে হাসিতে ) ৷ মহাশয় । আমরা সব হল হল ক’রে কথা কচ্ছি, কিন্তু মাষ্টার ঠোট্‌ চেপে ব’সে আছে! কি ভাবে ? মহাশয় ! কি বলুন। শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে ) ৷ “মুখহলস, ভেতরবুদে, কানতুলসে, দীঘল ঘোমটা নারী, পান। পুকুরের শীতল জল, বড় মন্দকারী।” ( সকলের হাস্য )। ( সহাস্তে ) ৷ কিন্তু ইনি তা নন,—ইনি ‘গম্ভীরাত্মা’ । ( সকলের হাস্য )। গিরীশ । মহাশয় ! শোলোক্ট কি ব’ল্লেন ? - স্ত্রীরামকৃষ্ণ । এই কািট লোকের কাছে সাবধান হবে —প্রথম মুখহলস, হল হল করে কথা কয় ; তার পর ভেতরবুদে—মনের ভিতর ডুবুরি নামালেও অস্ত পাবে না ; তার পর কানতুলসে, কানে তুলসী দেয়, ভক্তি জানাবার জন্য ; দীঘল ঘোমটা নারী—লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, ত৷ নয় ; আর পানাপুকুরের জল—নাইলে সারিপাতিক হয়। (হাস্ত )। S 8 - "ஆ