পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

< > o শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫, ১১ মার্চ। চুনিলাল। এর ( মাষ্টারের ) নামে কথা উঠেছে । ছোট নরেন ওঁর পোড়ো, বাবুরাম ওঁর পোড়া ; নারায়ণ, পণ্ট, পূর্ণ, তেজচন্দ্ৰ—-এর সব গুর পাড়ে । কথা উঠেছে যে, উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়া শুনা সব খারাপ হ’য়ে যাচ্চে ! এর নামে দোষ দিচ্ছে । শ্রীরামকৃষ্ণ । তাদের কথা কে বিশ্বাস করবে ? এই সকল কথাবাৰ্ত্ত হইতেছে, এমন সময় নারী’ণ আসিয়া ঠাকুরকে প্রধান করিল । নারা’ণ গৌরবণ, ১৭১৮ বছর বা স, স্কুলে পড়ে, ঠাকুর BB BBBB BBBB BB BBBBBS BBB BBBgg BBS BSB KgBBBB BB BBBB S BB BB BBBBBB BSBB BBBS BBBB BBBSBBB BBB সাক্ষাৎ নারায়ণ দেখেন । গিরীশ (নারায়ণ দৃষ্টে )। কে খবর দিলে ? মাষ্টারই দেখছি সব সারলে ! ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে ) ৷ রোসে ! চুপ চাপ ক’রে থাকে । এর ( মাষ্টারের ) নামে একে বদনাম উঠেছে । { অন্নচিন্তা । আবার নরেন্ত্রের কথু পড়িল । একজন ভক্ত। এখন তত আসেন না কেন ? স্ত্রীরামকৃষ্ণ । অন্নচিন্ত চমৎকার, ::: ‘... , ..., কালিদাস হয় বুদ্ধিহারা । ( সকলের হাস্য )। * বলরাম। শিবুগুহ্যের বাড়ীর ছেলে অন্নদাগুহোর কাছে খুব আনগোনা আছে। শ্রীরামকৃষ্ণ । ই. একজন আফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা, এর সব যায়। সেখানে তার ব্রাহ্মসমাজ করে। একজন ভক্ত। তার ( আফিসওয়ালার ) নাম তারাপদ - প্রতিগ্রহ ও মতামত । ] , বলরাম ( হাসিতে হাসিতে ) ৷ বামুনরা বলে, অন্নদা গুহ লোকটার বড় অহঙ্কার । শ্রীরামকৃষ্ণ । বামুনদের ও সব কথা শুনো না। স্তাদের তো জানে, না দিলেই খারাপ লোক, দিলেই ভাল ! ( হাস্য )। অন্নদীকে আমি জানি, ভাল লোক ।

Εν نمی -ኍ# ̊ “::ጅ ?

t