পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত গিরীশের বাড়–নরেন্দ্রাদি সঙ্গে। ২২৩ S MSAAAAAAS AAAAA AAAAMAMSeMS eeSAS A SAS SSAS SSAS SSAS S S S S S SAeM ASASASA AAAAAS AMS SSAS SSAS SSAS SSAS منه صده بمهامه ، مد يده سد ح . له به مح- عهده حد - শ্রীরামকৃষ্ণ (হাসিতে হাসিতে)। দেখ্রিস্ যেন আনিস সকলের হাস্য)। হরিপদ (হাসতে হাসিতে) । আমি আনতে ৰাচ্ছি—আর আনবে ন! ? { ঈশ্বরলাভ ও কৰ্ম্ম । রাম ও কাম । গিরীশ ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) ৷ আপনাকে ছেড়ে আবার থিয়েটারে কখন যেতে হবে । :শ্রীরামকৃষ্ণ। না, ইদিক উদিক্ দুদিক রাখতে হবে , জনক রাকু দিক ' উদিক দিক রেখে থেয়েছিল দুধের বাট " (সকলের হার) । গিরীশ । থিয়েটারগুলো ছোড়াদেরই ছেড়ে দিই মনে করছি । , শ্রীরামকৃষ্ণ । ন ন ও বেশ আছে ; অনেকের উপকার ত’চ্চে । নরেন্দ্র (মৃদুস্বরে )। এই তো ঈশ্বর বলছে, অবত্ত বলছে ! আবার থিয়েটার টানে । নবম পরিচ্ছেদ । سمی সমাধি মন্দিরে । ] ঠাকুর ত্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয় এক দৃষ্টে দেখিতেছেন, হঠাৎ র্তাহার সন্নিকটে আরো সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই—তায় কি এসে যায় ? ঠাকুরের ভালবাসা যেন আরো উথলিয়া পড়িল । গায়ে হাত দিয়া শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি কহিতেছেন, ‘মান কয়লি তো কয়লি, আমরাও তোর মানে আছি (রাই) !” বিচার ও ঈশ্বর লাভ । ] ( নরেন্দ্রের প্রতি )। "যতক্ষণ বিচার, ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার ক’রছিলে, আমার ভাল লাগে নাই । “নিমন্ত্রণ-বাড়ীর শব্দ কতক্ষণ শুনা যায়?—যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারী পড়ে, অমনি বার আনা শব্দ ক’মে যায়। (সকলের হাস্ত) অন্য খাবার পড়লে আরো ক’ম্তে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল স্বপ, সাপ। ক্রমে ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। g “ঈশ্বকে যত লাভ হবে, ততই বিচার কমবে । তাকে লাভ হ’লে, তার । শব্দ –বিচার—থাকে না । তখন নিদ্রা—সমাধি !”