পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামপুকুর বাট । সরকার,গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে ৷ ২৬১ SASeeMeeMMAMeMMAMMMAeAMMMMMAS AeeMMeiSAMMA S AMAMMMMMMMAMAMMA AeAMMM MMMMMMAeMAMAMMMAMMMAMAMMMMAMMAMAeeAMAMAAA AAAA SAAAAAS ডাক্তার। ভাব ত দেখলুম। বেশী ভাব কি ভাল ? মাষ্টার। পরমহংসদেব বলেন যে, ঈশ্বরচিন্তা ক’রে সে ভাব হয়, তাহ বেশী হ’লে কোন ক্ষতি হয় না । তিনি বলেন যে, মণির জ্যোতিতে আলে৷ হয়, আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। Utötz I off; cesise: ; 8 & reflected light 1 মাষ্টার। পরমহংসদেব আরও বলেন, অমৃতসরোবরে ডুবলে মানুষ মরে যায় না । ঈশ্বর অমৃতের সরোবর। তাতে ভুবলে মামুষের অনিষ্ট হয় না ; বরং মানুষ অমর হয়। অবশু যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার। হা, তা বটে । மு ডাক্তার গাড়ীতে উঠিলেন, দু চারটি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন । পথে আবার মাষ্টারের সঙ্গে কথা হইতে লাগিল । ডাক্তার চক্ৰবৰ্ত্তীর অহঙ্কার, এই কথা তুলিলেন। o মাষ্টার । পরমহংসদেবের কাছে র্তার যাওয়া আসা আছে । অহঙ্কার যদি থাকে, কিছু দিনের মধ্যে আর থাকুবে না। তার কাছে বসলে জীবের অহঙ্কার পলায়ন করে, অহঙ্কার চুর্ণ হয় । ওখানে অহঙ্কার নাই কি না, তাই। নিরহঙ্কারের নিকট আসলে অহঙ্কার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন, বাদুড়বাগানের বাড়ীতে । যখন বিদায় লন, রাত তখন ৯টা হবে । বিদ্যাসাগর library ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে, নিজে এক একবার বাতি ধ’রে, এসে গাড়ীতে তুলে দিলেন ; আর বিদায়ের সময় হাত জোড় ক’রে রহিলেন । ডাক্তার । আচ্ছ। এর বিষয় বিদ্যাসাগর মহাশয়ের কি রকম মত ? মাষ্টার । সে দিন খুব ভক্তি করেছিলেন। তবে কথা ক'য়ে দেখেছি, বৈষ্ণবেরা যাকে ভাব টাব বলে, সে সব বড় ভালবাসেন না। আপনার মতের মত । - ডাক্তার। হাত জোড় করা, পায়ে মাথা দেওয়া, আমি ও সব ভালবালি না । মাথাও যা, পাও তা। তবে যার প৷ অন্য জ্ঞান আছে, সে করুক । মাষ্টার । আপনি ভাব টাব ভালবাসেন না। পরমহংসদেব আপনাকে ‘গম্ভীরাত্মা’ মাঝে মাঝে বলেন, বোধ হয় মনে আছে । তিনি কাল আপনাকে বলছিলেন যে, ডোবাতে হাতী নামূলে জল তোলপাড় হয়, কিন্ড সায়ের দিৰী