পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રક્ત૦ * . . . سده - . - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২৭ অক্টোবর । AMSAAAAASA SAASAASSAAAAAAS AAAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAMAAAS পঞ্চম পরিচ্ছেদ । [ গৃহস্থ ও নিষ্কাম কৰ্ম্ম । ] শ্রীরামকৃষ্ণ ( শু্যামবস্থর প্রতি ) ৷ সংসার ধৰ্ম্ম ; তাতে দোষ নাই । কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে, কামনাশূন্য হ’য়ে কাজ কৰ্ম্ম করবে। এই দেখ না, যদি কারু পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবাৰ্ত্ত কয়, হয়ত কাজ কৰ্ম্মও করে, কিন্তু তার মন যেমন ফোড়ার দিকে পড়ে থাকে সেইরূপ । "সংসারে নষ্টমেয়ের মত থাকবে । মন উপপতির দিকে, কিন্তু সে iংসারের সব কাজ করে ।” (ডাক্তারের প্রতি ) বুঝেছ ? ডাক্তার। ও ভাব যদি না থাকে, বুঝব কেমন ক’রে ? শু্যামবস্থ । কিছু বোঝে বই কি ! ( সকলের হাস্য । ) শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে ) । আর ঐ ব্যবসা অনেক দিন ধ’রে ক’রছেন ! কি বল ? ( সকলের হাস্ত । ) [fRFfor Theosophy. ] শু্যামবসু । মহাশয় ! Theosophy ( থিয়সফি ) কি রকম বলেন ? শ্রীরামকৃষ্ণ । মোট কথা এই, যারা শিষ্য ক’রে বেড়ায়, তার হালকা থাকের লোক। আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায়, তারাও হালকা থাক। যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব, এই শক্তি। অন্য আর একদেশে এক জন কি কথা বলছে, তাই বলতে পারা, এই এক শক্তি। ঈশ্বরে শুদ্ধা ভক্তি হওয়া এই সব লোকের ভারি কঠিন। শ্ৰামবস্থ । কিন্তু তারা ( Theosophistরা ) হিন্দুধৰ্ম্ম পুনঃ স্থাপিত করার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ । আমি তাদের বিষয় ভাল জানি না। -- " শ্যামবস্থ। মরবার পর জীবাত্মা কোথায় যায়–চন্দ্রলোকে নক্ষত্ৰলোকে ইত্যাদি—এ সব থিয়সফিতে জানা যায় । - শ্রীরামকৃষ্ণ । তা হবে। আমার ভাব কি রকম জান ? হনুমামকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি ? হকুমান বলে, “আমি বার, তিথি, নক্ষত্র এ সব কিছু জানি না ; কেৰল এক রাম চিন্তা করি! আমার ঠিক ঐ ভাব ? শ্যামূবস্থ । তারা বলে, ‘মহাত্মা সব আছেন। আপনার কি বিশ্বাস ?