পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮২ মার্চ। বলিয়া কি যেন মনে পড়িল, অমনই বলিলেন, “তবে এক কৰ্ম্ম কোরে। } আমি বলরামের বাড়ী কলিকাতায় যাবে, তুমি যেও, সেখানে গান হবে ।” মাষ্টার । যে আজ্ঞ । হীরামকৃষ্ণ । তুমি জান ? বলরাম বস্থ ? মাষ্টার। আজ্ঞা না। - শ্রীরামকৃষ্ণ । বলরাম বস্তু। বোসপাড়ায় বাড়ী । . মাষ্টার। যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করবো । - ঐরামকৃষ্ণ (মাষ্টারের সঙ্গে নাটমন্দিরে বেড়াইতে বেড়াইতে ) । আচ্ছ। তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, অামাকে তোমাল্ল কি বোধ হজ্জ ? : - :মাষ্টার চুপ করিয়া রহিলেন। ঠাকুর আবার বলিলেন--- ,” o “তোমার কি বোধ হয় ? আমার কয় আনা জ্ঞান হ’য়েছে ? মাষ্টার। ‘আন এ কথা বুঝিতে পারছি না ; তবে এরূপ জ্ঞান বা প্রেমভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য ব! উদার ভাল কখনও কোথাও দেখি নাই। * ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাদিতে লাগিলেন । এরূপ কথাবাৰ্ত্তার পর মাষ্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। প্লার ফটৰ পৰ্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনই ফিরিলেন। আবার নাটমন্দিরে ঠাকুর ঐরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোকমধ্যে একাকী পাদচারণ করিতেছেন। একাকী ;– নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্যমধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছে। আত্মারাম ; সিংহ একৃলা থাকৃতে, এক্ল! বেড়াতে, ভালবালে ! ‘অনপেক্ষ’ ! অবাক হইয়া মাষ্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতে লাগিলেন । , o স্ত্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি)। আবার যে ফিরে এলে ?

মাষ্টার। আজ্ঞা বোধ হয় বড়মাহুষের বাড়ী—যেতে দেবে কি না x তাই সেখানে যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব।

স্ত্রীরামকৃষ্ণ । না গো, তা কেন ? তুমি আমার নাম করবে। বল লকে তার কাছে যাব, তা হলেই—কেউ আমার কাছে নিয়ে আসবে। s মাষ্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন is , , يعمضمامه