পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্য খণ্ড । ১২১ ৷ গলে বস্ত্র করযোড়ে উঠিয়া দাড়াল। হরি হরি বলে নারী কঁদিতে লাগিল । বাহেতে দেখায় পদ দিল মেয়েটারে। শ্ৰীপদ পরশ করে পিশাচের শিরে ॥ . . পাদস্পর্শে সে পিশাচ মুক্তি হয়ে গেল। ব্যাধি মুক্ত রমণী সে পূৰ্ব্ববৎ হ’ল ৷ - প্রভু বলে কেন আলি আমার সাক্ষাতে । f মৃত্যুনের কথু মত আইলি মরিতে । : - আসিলি করিলি ভাল মম বাক্য ধর । - এ পাপে ঐক্ষেত্র ধামে যাহ একবার ॥ * . মুক্ত হ'লি কি, না-হ’লি বল গুনি বাছ। মোরে এনে দেহীক ময়ূরের বাচ্চ। পেটে হাত সেই নারীকয় । ওহে প্রভু আমার ঘুচিয়া গেছে দায়। ঠাকুর বলেন মণুি পাচসিকে দিয়ে। এত বড় বিপদ কি যাবি মুক্ত হয়ে ॥৪ তোর পেটে ব্যাধি স্থুল পাচমাস বটে। তারে পাঠীয়েছি অtয় ময়ূরের টুপটে . পাণ্ডাদের সঙ্গে বাছুক্ষত্রে চলে যা । । মোরে এনেদিস এক ময়ূরের ছা ॥ - সে নারী শ্ৰীক্ষেত্র গেল জগন্নাথে আৰ্ত্তি। ' রথের উপরে দেখে হরিচাদ মূৰ্ত্তি। নারী বলে কেন আমি আসি এতদূর। ওঢ়াকাদি আছ যদি দয়াল ঠাকুর। এই সেই সেই এই ভিন্ন ভেদ নাই। : - _. এবে দেখি ময়ুরের বাচ্চ কোথ। পাই । ১7, রথে থেকে প্রভু বলে বাচ্ছ পাইয়াছি। দেশে যা দেশেষ৷ আমি ওঢ়ার্কাদি আছি। এবাণী শুনিল যেন দৈববাণী প্রায়। দেশে এসে গেল শেষে ওঢ়ার্কাদি গায়। প্রভুর চরণে নারী নোয়াইল মাথ । কেঁদে কেঁদে কহে সেই ক্ষেত্রের বারতা । প্রভু বলে ওঢ়াক্টাদি আমি হরিদাস। . জগবন্ধু বলে তোর হ’ত কি ? বিশ্বাস। তেই তোরে পাঠাইল্প শ্ৰীক্ষেত্র উৎকলে। বাড়ী যাগে মন যেন থাকে আমা বলে। ওঢ়ার্কাদি অবতীর্ণ কাঙ্গালের বন্ধু। _ কবি কহে ভবসিন্ধু তার কৃপা সিদ্ধ। میخی نی: ؛

- ---r.

o - --

  • . . [

[ باد অধিকারী কায়স্থ সে পাল উপাধ্যায়। রামভদ্র পাল সিদ্ধ পুরুষ রতন (* তাল তাল তোরে ডাকে রামভদ্র পাল। বুদ্ধই বৈরাগীর গৃহদাহ বিবরণ ॥ পয়ার । লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত চূড়ামণি। ভাই ভাই ঐক্য হেন নাহি দেখি শুনি॥ একদিন দুই ভাই ওঢ়াকাদি গিয়া । বাটী আসিলেন মহাপ্রভুকে লইয়া ॥ ক্ষণে গান করে দোহে দিয়া করতালী । ক্ষণে নাচে দুই ভাই হরি হরি বলি ॥ প্রভুকে আনিয়া ঘরে পুলকিত কায়। মেয়ের আনন্দে মগ্ন ঠাকুর সেবায়। হেনকালে দীক্ষা গুরু আইল বাটীতে । দুটি ভাই আরো পুলকিত হৈল তাতে । s নামেতে গোবিন্দ চন্দ্র পাল মহাশয়। সেই বংশধর ইনি সাধু মহাজন ॥": - রামভদ্র পাল যদি বৃক্ষতলে যেত। , , ডাক দিলে পঙ্ক ফল মাটীতে পড়িত। বলিতে বলিতে অয়ি পড়িত সে তাল। . অকালে অপক ফল বৃক্ষেতে থাকিত.। ডাক দিলে পঙ্ক হ’য়ে মাটিতে পড়িত। -- আম জাম বদরী বা খর্জুর কাটাল। . অন্তে বলে তোরে ডাকে রামভদ্র পাল। । বলা মাত্র ফল সব পড়িত তলায় : 1, অপক থাকিলে পক্ক হ’ত সে সময় ॥ - এমন মহৎ লোক রামভদ্র পাল। । র্তার বংশধর শ্ৰীগোবিন্দ চন্দ্র পাল ॥ শুষ্ক কাষ্ঠ ধৰ্ম্ম তার স্বানাদি দুবেলা। . তিলক ধারণ জপে তুলসীর মাল৷ ৷ এহেন গোস্বামী যবে আসিল বাটতে। দুই ভাই, আনন্দিত হইল মনেতে ॥ " আসিয়া গোবিন্দ কহে বাছারে বুদ্ধই। . বসিতে আসন বাছা করিয়াছ কই । . চূড়ামণি বুধই কহিছে দুটা ভাই । মহাপ্রভু নিকটেতে করিয়াছি ঠাই। : আমাদের ঠাকুর আছেন যেই ঘরে। । দুই প্ৰভু সেখানে বসুন একতরে । , /