পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ3इबिलोनाइड। কেমনে সারিব পুত্ৰ মনেতে ভেবেছে। । - ষোগবলে প্রাণ দিব বঁাচে কি না বঁাচে ৷ এত বলি হরি বলি প্রহরেক পরে । ছেলের জীবন দিতে মাথা চেপে ধরে ॥ " হীরামনের রমণী কহিছে তাহারে । , মর ছেলে রাখ কেন ফেলে এস ওরে। - মুখ কাছে মুখ দিয়া দেহে দিবে প্রাণ। বালকের মুখ যবে করিছে ব্যাদন ॥ তাহা দেখি সেই ধনী করিছে চীৎকার। মরা খায় মরা খায় এ কি ব্যবহার ॥ আমাদের উহারে যে পাইয়াছে ভূতে। মরা ছেলে হা করিয়া লেগেছিল খেতে ॥ এতেক শুনিয়া সাধুর ক্রোধ উপজিল । বালক ত্যজিয়া তবে বাহিরে আসিল ॥ " বালকে লইয়া সবে ফেলাইয়া দিল । ক্রোধেতে চৈতন্তরালা কহিতে লাগিল ॥: আমরা ভেবেছি সবে বেঁচে এল হাঁ হরিচাঁদ বাচায়েছে হরিনাম জোরে - তাহা কভু নহে ওরে ভূতে পাইয়াছে। । নিশা কিম্ব ব্রহ্মদৈত্য জীবন দিয়াছে ॥ নাহি করে গৃহকাৰ্য্য মানুষ এ নয়। " মানুষ হইলে গৃহকার্য্যে মন লয়। হীরার যে রীতি নীতি সব গেল বোঝা । ভুত ছাড়াইতে আন খণ্ডজ্ঞানী ওব ॥ " হরিপ্রেম বিকারেতে হীরামন রোগী । কবি কহে তব ব্যস্ত এ রোগের লাগি । গোস্বামী হীরামনের প্রতি কালাচাঁদ ফকিরের অত্যাচার বিবরণ। পয়ার। . . . . . সাহাপুর মধ্যেতে অর্ণধার কোটাগ্রাম। সেখানে ফকির আছে কালাচাঁদ নাম। সে ফকির পরিচয় কহিব এখন। নাম কালাচাঁদ নমঃশূদ্রের নন্দন ॥ বাওয়াল করিত গিয়া বাওয়ালীর সনে। ' শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মীকাল ফকির সে ব্রাহ্মণের ছেলে। বাদায় থাকিত সেও ফকিরামী নিলে।

তাহার নিকটে শিক্ষা করে কালাচাদ। ফকিরামী-শিখে বাদ করেন আবাদ ॥ আদি যে ফকির সেও মুসলমান ছিল। সে ফকির হইতে ইহার শিক্ষা নিল ॥ চকে গিয়া দিত গাজী কালুর দোহাই । চকে চকে বনে বনে নামিত সবাই ॥ কালীর দোহাই দিত মনসা পূজিত। বরকোত বিবি, লক্ষ্মী কালাকে ডাকিত । মাদার মুরুসিদ বলি ছাড়িত জিগীর। খোদার ফকির মুই আল্লার ফকির ॥ অtল্লা আলি হজরত আর লক্ষ্মীকালা। হিন্দু ছেলে দিত গলে তছমীর মালা। হেলেল্লা হেলেল্লা বলে হইত আকুল । হাতে ছিল লক্ষ্মীকাল দত্ত এক রুল ৷ :চকে গিয়া লোকে সুন্দর কাঠ কাটত ; রুল দিয়া গাছে এক আঘাত করিত ৷ —সেই আঘাতের শব্দ যতদূর যেত। ' তাহার মধ্যেতে সব মুম্বী ছেদিত। - . * تء দুরে গিল্প। একজনে শব্দ গুনিত। , , 3 * চারিদিকে চারিজনে দাড়ায়ে রহিত । i যত দূর শব্দ করি উঠিত সে রুল। তাহার মধ্যেতে নাহি থাকিত শার্দুল | এই ধৰ্ম্ম ছিল তার লোকমুখে শুনি । হিন্দুধৰ্ম্ম কিয়দংশ সকল যাবনি ॥ " ". শূকর কচ্ছপ নাহি কবিত:ভোজন। : মেষ অঙ্গ পেজ রমুন কুকুড়া ভক্ষণ ॥ . - কচ্ছপ বরাহ মাংস-রলিত হারাম। .. ・ ー রুলের আঘাতে করে রোগের আরাম ॥ .. জ্ঞাতিগণে ডেকে বলে শ্রীচৈতন্য বালা। - এই ফকিরকে এনে সার এ পাগলা ॥ লোক পাঠাইয়া সেই ফকির আনিল । লোক সঙ্গে করিয়া সে ফকিরে আসিল । * বাটীর উপরে ঘবে উঠিল ফকির। হক আল্লা বলিয়া সে ছাড়িল জিগীর ॥ যথা ছিল হীরামন সেইখানে যায়। রুলখানা ধরি হীরামনকে দেখায় { এক একবার রুল উৰ্দ্ধেতে ফেলায়। ফেলাইয়া শূন্ত হ’তে পুন ধরি লয় ॥ লোফালোফী করে রুল হীরামন আগে। দৰ্প করি হীরামনে কহে রাগে রাগে ॥