পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ মংবাদ পত্রে মেকানের কথা ১ করিবার কোন আবখ্যক ছিল না । এ পুস্তকে নিয়ম ও উত্তমরূপে শ্রেণী বন্ধনের অভাব আছে আর অবকাশাভাবে এরূপ হইয়াছে তাহ ব্যক্ত আছে এই২ দোষব্যতীত এ পুস্তকে অনেক উত্তম২ বিষয় লিখিত আছে আর ইহাতে পরে র্যাহারা লিখিবেন তাহারা অনেক সহায় পাইবেন আমারদিগের শরীরাবস্থার বিষয়ে যে মহা প্রবল বিষয় তাহ পূৰ্ব্বে এত দিবস জানিতাম না এইক্ষণে তাহা প্রকাশ হইয়াছে —জ্ঞানান্বেষণ । ( ১৪ এপ্রিল ১৮৩৮ । ৩ বৈশাখ ১২৪৫ ) বাঙ্গালী মুদ্রাষন্ত্রে বর্তমান বার্ষিকী যত পঞ্জিকা মুদ্রিত হইয়াছে তাহার মধ্যে বিদ্বন্মোদ মুদ্রাষন্ত্রে যে পঞ্জিকা মুদ্রিত হয় তাহা অত্যুত্তম হইয়াছে পঞ্জিকাতে যাহা২ লিখনের আবশ্ব[ক]ত হয় তাহার অতিরিক্ত অনেকশনেক প্রয়োজনীয় বিষয় এই পঞ্জিকাতে উত্তমরূপে মুদ্রিত হইয়াছে পঞ্জিকাকারক অত্যুত্তমানুসন্ধান দ্বারা যথোচিত বিবেচনামুসারে যদ্রপ লিখিয়াছেন যে দৈবজ্ঞগণ এই পঞ্জিক দর্শন করিয়া স্বীয় কার্য্যে অনায়াসে সক্ষম হন পূর্বে নবদ্বীপাধিকারি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের অমুমত্যকুসারে ও বালির পণ্ডিতগণ মতানুসারে যে সকল পঞ্জিকা উত্তমরূপে প্রকাশিত হইত তাহাতে পণ্ডিতেরা আদর করিতেন তন্মরণান্তর ঐ সকল স্থলে যে২ পঞ্জিকা হইতেছে । সেই সকল পঞ্জিকার তুলনা এই পঞ্জিকা যেমত উত্তমরূপে প্রকাশ পাইতেছে ইহার সহিত দেওয়া যায় না ।—জ্ঞাং অং।

( ২৬ মে ১৮৩৮ । ১৪ জ্যৈষ্ঠ ১২৪৫ ) আমরা বৰ্ত্তমান সপ্তাহে হিন্দুকলেজের এক শিক্ষক শ্ৰীযুত ভুবনমোহন মিত্র কর্তৃক এটলাস অর্থাৎ দেশের নক্স প্রস্তুত হইয়াছে তাহা আমাদিগের কত্ত্বক দৃষ্ট হইয়াছে ঐ এটলাসে ২৫ খান ম্যাপ আছে আর ইহা জেনেরেল কমিটির অস্তগত যত পাঠশালা হইয়াছে তাহার ব্যবহারোপযুক্ত হইয়াছে। গত মালিস্ সাহেব এই পুস্তক প্রস্তুত করণের অনেক পরামর্শ প্রদান করিয়াছিলেন আর আমরা বোধ করি যে এতৎস্থানস্থ ও মফস্বলস্থ যে সকল পাঠশালায় অভাব ছিল তাহা এই পুস্তক দ্বার স্বসম্পন্ন হইবে । এই পুস্তক প্রস্তুতকারক এবং ইহার শিল্পি এই উভয়কেই আমরা ধন্যবাদ করি । [ জ্ঞানাম্বেষণ ] - ( ৭ জুলাই ১৮৩৮। ২৪ আষাঢ় ১২৪৫ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয়েষ্ণু —সম্প্রতি মুগ্ধবোধের স্বগমার্থ প্রকাশক সেতু সংগ্ৰহনামক এক পুস্তক প্রস্তুত হইয়াছে ইহা যদি কোন ব্যুৎপন্ন লোকে লিখিয়া গ্রহণ করেণ তবে পঞ্চ মুদ্রা পারিতোষিক পাইবেন পুস্তকের আকর স্থান গবর্ণমেণ্টসংস্থাপিত সংস্কৃত বিস্তামন্দির পত্র সংখ্যা প্রায় ৩০০ শত গ্রন্থকর্তার অভিপ্রায় এই যে বহুদূরদর্শির দৃষ্টিপাত হইলে ভ্ৰমাদি প্রযুক্তশশুদ্ধ থাকে তাহ শুদ্ধ হইতে পরিবে । --কুমারহট্রনিবাসি শ্ৰীগঙ্গাধর শৰ্ম্মণ: সংজ্ঞপ্তি ।