পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'పెళి মংবাদ পত্রে সেনকালের কথা ( ২৫ জুলাই ১৮৩৫ । ১০ শ্রাবণ ১২৪২ ) গত সপ্তাহে দৈবায়ত্ত আমারদের জ্ঞাপন করিতে এই ক্রটি হইয়াছিল যে পূর্ণচন্দ্রোদয়নামক যে নূতন সম্বাদপত্র কলিকাতায় প্রকাশিত হইতেছে তাহার ১ সংখ্যা আমরা গত সপ্তাহে পাইয়াছি । সম্বাদপত্র সামান্ততঃ যে ডোলেতে মুদ্রাঙ্কিত হইয়া থাকে তদ্রপ না হইয়া ঐ সম্বাদপত্র আকৃটেবো প্রকারে মুদ্রিত হইতেছে। এই পূর্ণচন্দ্রোদয় চন্দ্রিকণপক্ষীয় । যা হউক অনেক দিনের পর কলিকাতাস্থ মুদ্রাষন্ত্রালয়ের এইরূপ চৈতন্য দেখিয়া আমরা পরমাহলাদিত হইলাম ! হইতে পারে যে ঐ পত্রাভিপ্রায়ের সঙ্গে আমারদের মতের অনেক অনৈক্যসম্ভাবনা । তথাপি আমারদের সংবাদ পত্ৰচক্রের মধ্যে নূতন এক ব্যক্তি উপস্থিত হওয়াপ্রযুক্ত আমরা মহাজয়ধ্বনি করি যেহেতুক কেবল দশ জনের বাদানুবাদেতে কোন বিষয়ের সত্যতা নির্ণীত হইতে পারে। # ( ১২ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৮ ভাদ্র ১২৪২ ) কুরিয়র সম্বাদপত্রসম্পাদক লেখেন যে বঙ্গ ভাষাতে প্রকাশিত ভক্তিসূচকনামক এক সাপ্তাহিক ] সম্বাদ পত্রের ১ সংখ্যক আমারদের নিকটে প্রেরিত হইয়াছে ঐ পত্র প্রতি বুধবারে প্রকাশিত হইবে । ভক্তিস্থচক সম্পাদকের অভিপ্রায় যে তদ্বিষয়ে আমরা কিঞ্চিৎ লিখি তাহাতে আমরা এই মাত্র কহিতে পারি যে ঐ পত্র কেবল বিষ্ণুপরায়ণ ব্যক্তিরদের স্বার্থপ্রকাশক তাহার তাৎপৰ্য্য এই যে যে সকল ক্রিয়ার দ্বারা কেবল কালহরণ তাহার বৃদ্ধিকরণ এবং অযুক্ত ধর্মের পোষকতাকরণ মাত্র । ( ১৪ নবেম্বর ১৮৩৫ । ২৯ কাৰ্ত্তিক ১২৪২ ) এতদেশীয় সম্বাদ পত্র –ইদানীং বঙ্গভাষাতে প্রকাশিত সম্বাদ পত্র কিঞ্চিৎ নৃন হইয়া আসিতেছিল কিন্তু এইক্ষণে পুনৰ্ব্বার তাহার উন্নতি দেখিয়া পরমহলাদিত হইলাম । উন্নতির চিহ্ন এই দৃষ্ট হইতেছে যে সত্যবাদিনামক এক সম্বাদপত্র প্রকাশিত হইবে তাহার । অনুষ্ঠান পত্র অদ্য আমরা প্রকাশ করিলাম। ভরসা হয় যে নামাথানুরূপই ঐ সম্বাদপত্র হইবে । অতএব সম্পাদকের ইহাও নিত্য স্মরণীয় যে সত্যের যত অল্প অতিক্রম হয় ততই বলবৎ হইবে । অামারদের ভরসা আছে যে সম্পাদকের এই ব্যাপার নিতান্তই সফল হইবে । - অনুষ্ঠানপত্র –ব্যক্তিদিগের স্থশিক্ষণ প্রাপ্ত হইলেই তাহারদিগের বিদ্যাবৃদ্ধির আলোচনার সম্ভব এবং বিবেচনার স্বক্ষতা ও বুদ্ধির তীক্ষতা ও উত্তম বিষয়উপার্জনে ব্যগ্রতা হয় এই সকল বিস্তার প্রধান গুণের মধ্যে গণনীয় ইহাতে এইক্ষণে হিন্দু বালকদিগের মন নিগুঢ়রূপে মগ্ন হইয়াছে কিন্তু এই সকল কাগজের স্বীয়২ অধ্যক্ষেরা দেশস্থ লোকের বিদ্যাবৃদ্ধি করিবার নিমিত্তে নানাপ্রকার সমাচারপত্র স্থাপনকরাতে এই সকল বিষয়ের উৎপত্তি সংপ্ৰতি