পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ. ιη a তীর্থস্থানের বিবরণের পর ধৰ্ম্মসভার বিবরণ সম্বলিত হইয়াছে। সতীদাহ-নিবারক আইনের বিরুদ্ধে ইংলণ্ডে আপীল এবং সংস্কারকদের হাত হইতে হিন্দু আচার-ব্যবহারকে রক্ষা করিবার জন্য এই সভা স্থাপিত হয় । কলিকাতার বহু ধনী ও গণ্যমান্য ব্যক্তি ইহার উদ্যোক্তা ও পোষক ছিলেন । ‘সমাচার চন্দ্রিকা’-সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ধৰ্ম্মসভার সম্পাদক ছিলেন। সতীদাহ-নিবারণের সমর্থকদিগকে একঘরে করিবার জন্য ধৰ্ম্মসভার পক্ষ হইতে যে চেষ্ট হয়, তাহার সংবাদ ৫৯২ পৃষ্ঠায় আছে । ইহার উত্তরে অপর পক্ষ ধৰ্ম্মসভার কয়েক জন উৎসাহী নেতার আচার ও ধৰ্ম্মনিষ্ঠা সম্বন্ধে যে অভিযোগ করেন, তাহ ৫৯৩-৯৪ পৃষ্ঠায় পাওয়া যাইবে । ৫৯৪ পৃষ্ঠায় উদ্ধৃত সংবাদ হইতে জানা যায়, ব্রহ্মসভার অনুকরণে শাখা ধৰ্ম্মসভাতেও গান বাজনার আয়োজন হয় । ইহাকে লেখক “ছাতারের নৃত্য” বলিয়া ব্যঙ্গ করিয়াছেন । পরিশেষে ধৰ্ম্মসভাতেও দলাদলি উপস্থিত হয়। এই দলাদলি-ঘটিত সংবাদ ৫৯৪-৯৮ পৃষ্ঠায় পাওয়া যাইবে । 燕 ব্রহ্মসভা-সম্বন্ধীয় দুইটি সংবাদ ৬০ ০-৬০ ১ পৃষ্ঠায় উদ্ধৃত হইয়াছে । ধৰ্ম্ম-বিভাগের শেষ অংশে ভূকৈলাসে এক যোগীর আগমনের সংবাদ আছে (পৃ. ৬০১ ) । এই ব্যাপারটি সে-যুগে চাঞ্চল্যের স্বষ্টি করিয়াছিল। আমরা 'হুতোম প্যাচার নক্সা’ পুস্তকেও ভূকৈলাসের যোগীর কথা পাঠ করিয়াছি। ৬০২-৬০৪ পৃষ্ঠায় যবদ্বীপ ও বলিদ্বীপের হিন্দুদের দুইটি বৃত্তান্ত উদ্ধৃত হইয়াছে। উহা হইতে জানা যায় যে বলিদ্বীপের হিন্দুদের মধ্যে সতীদাহ-প্রথা ছিল । & এই কয় বিভাগের শেষে ‘বিবিধ’ শীর্ষক খণ্ডে নানা বিষয়ের সংবাদ সঙ্কলিত হইয়াছে । এই বিভাগের প্রথম অংশের সবটুকুই প্রায় কলিকাতায় ও মফস্বলে রাস্তাঘাট, বাড়ীঘর, পুল প্রভৃতি নিৰ্ম্মাণ-সংবাদ । এই অংশের ৬১১ পৃষ্ঠায় গঙ্গার উপর পুল নিৰ্ম্মাণের সংবাদ আছে। এই বিভাগের দ্বিতীয় অংশে যে-সকল সংবাদ সঙ্কলিত হইয়াছে, সেগুলির অধিকাংশই ভারতবর্ষের নানা স্থান ও ঐতিহাসিক ঘটনা সম্বন্ধে । বিশেষতঃ মীরাটের অধীশ্বরী বেগম সমরু ও তাহার পোষ্যপুত্র ডাইস সোস্বার সম্বন্ধে বহু তথ্য এই অংশে আছে। এই বিভানেগ শেষে বাংলা দেশ সম্বন্ধে আরও কয়েকটি সংবাদ আছে । উহাদের মধ্যে ১৮৩৬ সরে কলিকাতার লোক ও বাড়ীর সংখ্যা (পৃ. ৬৫২ ), কলিকাতার স্যামপুকুরে বাঘ-শিকার ও কলিকাতায় বেলুন আরোহণ সম্বন্ধে দুইটি সংবাদ উল্লেখযোগ্য (পৃ. ৬৫১-৫৩)। এই পুস্তকের পরিশিষ্টে ১২৩৭ ও ১২৩৮ সালের কতকগুলি ‘সমাচার চন্দ্রিকা এবং ১৮৩৫ সনের কয়েক সংখ্যা ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ হইতে উল্লেখযোগ্য সংবাদগুলি সঙ্কলন করিয়া দেওয়া হইল ।