পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभोंख्ञ ২৯৭ হইতেছে না এবং ঐ টাকার উপস্বত্বহইতে যে পাঠশালা শরাই প্রভৃতির খরচ চলিতেছে সেই পাঠশালাপ্রভৃতি তাদৃশ ফলজনক দৃষ্ট হয় না কিন্তু জমীদারী ও ন্যস্তধনের বার্ষিক উপস্বত্ব বিলক্ষণ বিবেচনাকুসারে ব্যয় হইলে দেশের প্রকৃত মঙ্গল হওনের সম্ভাবনা । অপর পূর্বের শরবরাহকারেরা এবং হাজির আত্মীয় কুটুগের এত দ্রুপ ডি ক্রীকরণে অসম্মত হইয়া শ্ৰীযুত ইঙ্গলণ্ডের বাদশাহের হজুর কৌন্সেলে আপীল করিলেন। পরন্তু শ্ৰীযুত বাদশাহের হজুর কৌন্সেলের নিষ্পত্তি যেপৰ্য্যস্ত ন পহুছিল সেই পৰ্য্যস্ত এতদেশীয় গবর্ণমেণ্টের কৰ্ম্মকারকের স্বতরাং তদ্বিষয়ের কিছু করিতে পারিলেন না। ঐ আপীল ংপ্রতি ইঙ্গলগু দেশে ডিসমিস হইয়াছে । ঐ সকল ন্যস্ত টাকা এইক্ষণে বিদ্যাধ্যাপনার্থ কলিকাতার গবর্ণমেণ্টের কমিটি সাহেবেরদের হস্তে সমর্পণ হইয়াছে এবং ঐ জমীদারীর বার্ষিক উপস্বত্বের কিঞ্চিদংশ দেশের উপকারার্থ নিয়মিত হইবে এমত সকলের অপেক্ষ আছে । শুনা যাইতেছে যে ঐ ন্যস্ত ধনের উপস্বত্ব এবং জমীদারীর কিঞ্চিং রাজস্ব এতদেশীয় বালকেরদের বিদ্যা শিক্ষায়নার্থ নিয়মিত হইবে যেহেতুক গঙ্গানদীর তীরে হাজির কবরের স্থানের নিকটে বৃহদেক বিদ্যালয় গ্রন্থনেতে এবং কলিকাতায় যাদ্ধপ তদ্রুপ মুসলমানেরদের বিষ্ঠাশিক্ষায়নার্থ এক মদরসা এবং ইঙ্গরেজী এক পাঠশালা নিযুক্তকরণেতে ঐ মৃত হাজির বদান্যত। যেমন চিরস্মরণীয় হইবে তন্মত অন্য কোন ব্যাপারে হইতে পারে না । শ্ৰীযুত কমিস্তন র সাহেব ও শ্ৰীযুত জজসাহেব ও শ্ৰীযুত কালেক্টরসাহেব ইহার তত্ত্বাবধারক কমিটীস্বরূপ নিযুক্ত হইয়াছেন এবং শ্ৰীযুত ডাক্তর উয়াইশ সাহেব তাহার সেক্রেটরী হইয়াছেন । পুনশ্চ শ্রত হওয়া গেল যে এক চিকিৎসালয় ও এক শরাই পুৰ্ব্বাপেক্ষ মুনিয়মক্রমে তথায় স্থাপিত হইবে এবং এক্ষণকার মালিক যিনি কমিটির মধ্যে গণিত আছেন তিনি ঐ চিকিৎসালয়ের সাধারণ তত্ত্বাবধারক হইবেন । ( ১২ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৮ ভাদ্র ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু । সম্পাদক মহাশয় বহুদিবসাবসান হইল ৬এমামবাটীর বিষয়সমুদায়ের কৰ্ত্ত ৮ আগা মতহর বাহাদুর ছিলেন । পরে তিনি মন্ত্র জান বেগমনামক এক কন্যা সন্ততি রাখিয়া পরলোক প্রাপ্ত হই লন । ৬ হাজি মহম্মদ মহসন খা উক্ত বেগমের একপ্রকার ভ্রাতা ছিলেন এবং মীর্জা সিলাহদ্দীন মহম্মদ খাঁ তাহার স্বামী ছিলেন র্যাহার নামে ৬/এমামবাটীর জমীদারী কাগজ পত্র ও হাটবাজারপ্রভৃতি চলিতেছে তাহা এতন্নগরে বিশেষ বিখ্যাত আছে । পরে কিয়ৎকালাতীত হইলে উক্ত খা বাহাদুর নিঃসস্তান লোকান্তর গমন করিলে হাজি বাহাদুর তৎসহ আস্তরিক প্রণয়প্রযুক্ত হাহাকার রবে শোকার্ণবে মগ্ন হইয়া অনায়াসে ফকিরী বেশে দেশ বিদেশে ভ্রমণ করিতে লাগিলেন । পরে উক্ত বেগম \ጬ