পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभtख 8ծՊ ( ৩০ অক্টোবর ১৮৩০ । ১৫ কাৰ্ত্তিক ১২৩৭ ) খেদজনক মৃত্যু —এতন্নগরের বহুবাজার নিবাসি ৮ হৃদয়রাম বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুত্র বাৰু পাৰ্ব্বতীচরণ বন্দ্যোপাধ্যায় গত ৭ কাৰ্ত্তিক শুক্রবার সন্ধ্যার প্রাক্কালে ওলাউঠা রোগোপলক্ষে পরলোক গমন করিয়াছেন ইহার মৃত্যু সম্বাদে আমরা অত্যন্ত দুঃখিত হইয়াছি যেহেতু তাহার বয়ঃক্রম অনুমান ৪০ বৎসরের অধিক নহে অতি স্বশীল স্বপুরুষ ধাৰ্ম্মিক বিচক্ষণ সাধ্যাকুসারে সদাচারে ব্রাহ্মণ্যাকুষ্ঠানে দৈব পিত্রাদি কৰ্ম্মে ক্রটি ছিল না অপর বিষয়কৰ্ম্মেও তৎপর ছিলেন তৎপ্রমাণ অনেকেই জ্ঞাত আছেন তথাচ কিঞ্চিৎ লিখি পিতৃদত্ত বিষয় জমীদারীপ্রভৃতি প্রাপ্ত হইয় তাহ বিলক্ষণরূপে স্বশাসনপূর্বক রক্ষণাবেক্ষণ করিয়া তাহার বৃদ্ধি করিয়াছেন এবং শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের তরফ আফীনের কৰ্ম্মের দেওয়ান ছিলেন তাহাতে যশস্বী হইয়া স্বেচ্ছাপূৰ্ব্বক তৎপদ পরিত্যাগ করেন পরঞ্চ গত বৎসর সুপ্রিম কোর্টে সরিফ দপ্তরে মুচ্ছদি পদে অভিষিক্ত হইয়া মৃত দিবসের পূর্বদিবসপৰ্য্যন্ত তৎকৰ্ম্ম ধারামত স্বসম্পন্ন করিয়াছেন হায় হায় কি থেদের বিষয় বৃহস্পতিবার দিবসে সন্ধ্যাপৰ্য্যন্ত দপ্তরখানায় কৰ্ম্ম করিয়া গৃহে গমন করিলেন সন্ধ্যার পর মহাবলপরাক্রম দুর্দান্ত দুরাত্মা ওলাউঠার সহিত সাক্ষাৎ হওয়াতে স্থজন বন্ধুবান্ধবগণের সহিত আর সাক্ষাৎ হইল না অপর শুনিয়াছি এই ওলাউঠা পূর্বে বন্দ্যোপাধ্যায় বাবুর আর দুই সহোদরকে সংহার করিয়াছে খেদের বিষয় অধিক কি লিখিব পাৰ্ব্বতী বাবুকে যিনি জ্ঞাত আছেন তিনি বিশেষ খেদিত হইবেন যাহা হউক শুনিয়াছি অত্যাশ্চৰ্য্যরূপে গঙ্গালাভ হইয়াছে অর্থাৎ অন্তর্জলিপৰ্য্যন্ত দিব্য জ্ঞান ছিল ইতি । [ সমাচার চন্দ্রিক ] ( ২৪ নবেম্বর ১৮৩০ । ৬ আগ্রহায়ণ ১২৩৭ ) গত ৭ রবিবার কলিকাতার নিম্বতলা সন্নিকৃষ্ট নিবাসি পীতাম্বর লীনামক এক ব্যক্তি জররোগেতে অভিভূত হইয়া নয় দিবসপৰ্য্যন্ত শয্যাগত থাকিয়া লোকান্তর গত হন তাহতে তৎসম্পৰ্কীয় তাবল্লোক অত্যন্ত খেদসাগরে মগ্ন হইয়াছেন। তিনি অত্যন্ত বিদ্বান ও সুশীল সদন্তঃকরণক ছিলেন। মৃত্যুর পূর্বে আঠার বৎসরপর্য্যন্ত তিনি শ্ৰীযুত আনরবিল সর এড বার্ড রৈয়ন সাহেবের নিজ মুহরী ছিলেন এবং যাহাতে শ্ৰীশ্ৰীযুতের সন্তোষ জন্মিত এমত কৰ্ম্ম তিনি সতত নিৰ্ব্বাহ করিতেন ইঙ্গরেজী ভাষায় অত্যন্ত নিপুণ ছিলেন এবং তাহার বন্ধুগণের র্তাহার যে ভরসা রাখিতেন তাহ নিৰ্দ্দয় রুতাস্তের শাসনেতে এইক্ষণে লোপ হইল । - ( ২৯ জানুয়ারি ১৮৩১ । ১৭ মাঘ ১২৩৭ ) ...মোকাম স্ত্রীরামপুরনিবাসি শ্ৰীযুত বাবু, হরচন্দ্র লাহুড়ি মহাশয় যিনি মীর্জাপুরের প্রধান বিচারাধ্যক্ষের সেরেস্তাদারি কৰ্ম্মে প্রায় ১০ বৎসর নিযুক্ত ছিলেন তেঁহ এক্ষণে আমারদিগের ভাগ্যক্রমে এই কোর্টের [ আলিপুরের কোর্ট আপীলের ] তৃতীয় বিচারাধ্যক্ষের মীর মুন্সী অর্থাৎ কৰ্ম্মকৰ্ত্ত হইয়াছেন । ○○