পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8చ్చితి বোর্ডের প্রধান মেম্বর শ্ৰীযুত লার্কিন সাহেবের অতি প্রবল সোপারিশক্রমে শ্ৰীযুত সর চালর্স ডাইলি সাহেব ঐ অতি প্রধান কৰ্ম্মে শ্ৰীযুত বাবু তারাচাদ দত্তকে নিযুক্ত করেন । তিনি তৎকৰ্ম্ম প্রাপ্তিতে রীতিমত যে দারোগ মুহুরিপ্রভৃতির বিংশতি কৰ্ম্ম শূন্ত ছিল তাহাতে তাহার খাতির্জমার ব্যক্তিরদিগকে নিযুক্ত করিতে শ্ৰীযুত সাহেব তাহার প্রতি আজ্ঞা করিলেন তাহারদের কৰ্ম্মের দায়ী তিনিই থাকিলেন । ইত্যবসরে চন্দ্রিকণসম্পাদকের পিতা আমার সাক্ষাতেই তাহার পুত্রেরদিগকে কৰ্ম্ম দিতে দেওয়ানজীকে অনেক বিনীতি করিলেন । এবং ঐ পরমহিতৈষি দেওয়ানজী মহাশয় শ্ৰীযুত সাহেবের হুকুম আনিয়া শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়কে আহিরীটোলার চৌকীতে নিযুক্ত করিলেন । বাৰু হরিহর দত্তের.পিতামহ ভরামনিধি দত্ত অতিসন্ত্রমপূর্বক পঞ্চাশ বৎসরপর্য্যস্ত কষ্টম হোসে কৰ্ম্ম নির্বাহকরণানন্তর অনেক নোট ও ভূমি সম্পত্তি রাখিয়া লোকাস্তরগত হন এতদতিরিক্ত উক্ত বাবুর পিতা দেওয়ান তারাচাদ দত্তের এইক্ষণেও অনেক নগদ ও স্থাবর বিষয় আছে এবং আরো জানা আছে যে এইক্ষণকার মাস্তর ইন একুটি শ্ৰীযুত জর্জ মণি সাহেব কএক বৎসরপর্য্যন্ত কোন জামিন না লইয়া ঐ ডিপার্টমেণ্টের দেওয়ানী কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে র্তাহাকে হুকুম দিলেন তৎসময়ে তাহার হাতে নগদ অনেক লক্ষ টাকা ও বিল থাকিত কিন্তু তৎপূৰ্ব্বে ও পরে ঐ দেওয়ানী কৰ্ম্মনিমিত্ত তাবদ্ব্যক্তিরদেরই জামিনস্বরূপ কোম্পানির কাগজ আমানং করিতে হইয়াছিল । পুনশ্চ গত বিংশতি বৎসরাবধি ঐ দত্তজ মহাশয় অবাধে গবর্ণমেণ্টের নানা দপ্তরে দেওয়ানীপদে নিযুক্ত আছেন এবং তাহাতে অনেক সন্ত্রম ও যশোলাভ করিয়াছেন , । - চন্দ্রিকাসম্পাদক লিখিয়াছেন প্রথম কৰ্ম্মে প্রবিষ্ট হওনসময়ে বাবু, হরিহর দত্ত পে মাষ্টরি জেনরলি দপ্তরের মুহুরির কৰ্ম্মে নিযুক্ত ছিলেন ইহাতে ঐ বাবুর কোন অমৰ্য্যাদা হয় না যেহেতুক প্রায়.তাবন্ধনি মান্তবংশীয় যুব ব্যক্তিরা কি ইঙ্গলণ্ডে কি এতদ্দেশে এতদ্রুপ প্রথমতঃ সরকারী ছোট কৰ্ম্ম গ্রহণ করিয়াছেন... বরং গ্রান্দজুরীর কৰ্ম্মে তাহার সহযোগে আর২ ষে মহাশয়েরা নিযুক্ত হইয়াছিলেন র্তাহারদের মধ্যেও কেহ২ এতদ্রুপ সরকারী ছোট কৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন —কলিকাতার সদর চৌকীর আমীন শ্রীরামজীবন চট্টোপাধ্যায়। ( ৮ ফেব্রুয়ারি ১৮৩৪ । ২৭ মাঘ ১২৪০ ) শ্ৰীভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮১৭ সালের অক্তোবর মাসে সর উলিয়ম গ্রান্ট কর সাহেবের স্থপারিস চিঠী সর চার্লস ডাইলি সাহেবকে দিয়া [ কাষ্টম হাউসে ] চাকর হন ইহাতে যদি কাহার সন্দেহ হয় তবে কষ্টম হোঁসের বহি দেখিবেন .–চন্দ্রিকা । ( ১৫ মার্চ ১৮৩৪ ৩ চৈত্র ১২৪০ ) - শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু “চন্দ্রিকাকারের [ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের } পূৰ্ব্ববসতি পল্লিগ্রাম সেখপুর নামক স্থানে ছিল। অল্পকাল হইল চন্দ্রিকাকারের পিতা