পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8లి* মংবাদ গক্রে জেমকালের কথা জায়গা রাণীওয়াল বাট যোড়াবাগান মহল গোপীবাগান মনোহর মুখোপাধ্যায়ের বাগাম হোগলকুড়ে মায় জলকর ওগয়রহ এবং মল্লিকের বাগ ওগয়রহ । রিসিবর আফিস ২৯ সেপ্তেম্বর ১৮৩৬ । ( ২৭ মে ১৮৩৭ । ১৫ জ্যৈষ্ঠ ১২৪৪ ) [ পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত ] সুপ্রিম কোর্ট। ষ্টেট ৮ মহারাজ রাজকৃষ্ণ বাহাতুর — শ্ৰীমতী মহারাণী ও রাণীদিগের ও শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর এবং তদভ্ৰাতৃবর্গের এবঞ্চ ধৰ্ম্ম কৰ্ম্মের নির্বাহার্থে ব্যয়বিষয়ে উক্ত আদালতের আজ্ঞানুসারে তথাকার মাষ্টর সাহেব রিপোর্ট করেন যে রাজবাটীর পরিবারের সাম্বৎসরিক ব্যয়নিমিত্ত ২ ৭ আগস্ত ১৮৩৬ সালাবধি প্রতিবর্ষে ৩১৫০০ টাকা প্রদত্ত হয় । এই রিপোর্ট বৰ্ত্তমান ১৬ মে তারিখে শ্ৰীশ্ৰীযুত চিফ জুষ্টিস সাহেব দ্বারা গ্রাহ্য হয় । * উক্ত মাষ্টর সাহেব অন্য রিপোর্টের পাণ্ডুলেখ্যে ব্যক্ত করেন যে ধৰ্ম্ম কৰ্ম্ম ব্যয় কারণ প্রতিবৎসরে ৮০০০ টাকা উপযুক্ত বিধায়ে ষ্টেটের উপস্বত্ব হইতে শ্ৰীযুত মহারাজ শিবকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের কতৃত্বাধীনে প্রদত্ত হয় । এই টাকা কোম্পানি বাহাদুরের প্রধান, কোষাধ্যক্ষ নিকটহইতে আনয়নার্থ উভয় পক্ষের উক্তিকার শ্ৰীযুত ডবলিউ এচ ডফ সাহেব ও শ্ৰীযুত টি সাণ্ডিস সাহেব এজেণ্ট রূপে নিযুক্ত হইয়াছেন। ( ২ ফেব্রুয়ারি ১৮৩৯ । ২১ মাঘ ১২৪৫ ) পত্ৰলেখক নিকট প্রাপ্ত —.গত বুধবার অপরাহ্নে ৫ ঘণ্টা সময়ে মহারাণী অর্থাৎ শোভাবাজারস্থ শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহী ঠাকুরাণী দেহ পরিত্যাগ করিলেন তৎকালে রাজবাটীস্থ গুরু পুরোহিত ব্রাহ্মণ স্বজন চরমকালীন হরি এবং রাম নাম শ্রবণ করাইতে লাগিলেন এবঞ্চ বৈরাগিগণ খোল করতাল দ্বারা শোকস্থচক গান কীৰ্ত্তন করিতে লাগিলেন । এইরূপ ধৰ্ম্মাহুষ্ঠান হিন্দু বংশুদিগের মধ্যে অতি প্রচলিত আছে । ঐ মহারাণীর আশীবৎসর বয়ঃ পূর্ণ হইয়াছিল। উক্ত মহারাজ এবং তদভ্ৰাতৃবর্গ ৮ প্রাপ্ত রাণীর শ্রান্ধোপলক্ষে প্রায় লক্ষ মুদ্রা ব্যয় করণের উদযুক্ত আছেন। - ( ১৮ জুলাই ১৮৩২ । ৪ শ্রাবণ ১২৩৯ ) বালশাস্ত্রী জজবী -আমরা অত্যন্ত খেদপূর্বক লিখিতেছি যে পুণ্যনগরে গবর্ণমেণ্টের পাঠশালার প্রধান শাস্ত্রী বালশাস্ত্রী জজবীগত সোমবারে ওলাউঠা রোগোপলক্ষে পরলোকগত হন। তিনি পুণ্যনগর ও বোম্বাই রাজধানীস্থ তাবৎ প্রধানই হিন্দু লোকের নিকটে অক্তি