পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 zBB eSBBBB SBBBBDD DB LLL অতএব তাহার মুখের অধোভাগ আমি দেখিতে পাইলাম না কিন্তু মুখের উপরি ভাগ প্রতাপচন্দ্রের ন্যায় অনেক প্রকারে বোধ হইল দ্বিতীয় বারে সুপ্রিমকোর্টে তাহাকে দাড়ি রহিত দেখিলাম এবং তৎ সময়ে বোধ হইল যে ইহঁার আকার প্রকার ঠিক প্রতাপচন্দ্রের ন্যায় তাহাতে আমি লিথ সাহেবকে তাহা কহিলাম বুঝি তৎপ্রযুক্ত আমার প্রতি এই সফৗনা হইয়াছে । আমি আসামীকে নিতান্ত বৰ্দ্ধমানের রাজা প্রতাপচন্দ্র জ্ঞান করাতে অদ্য তারিখের পূৰ্ব্বে তাহার সঙ্গে কখন কথা কহি নাই আমি আসামীর নাসিকাতে একটা আশ্চৰ্য্য বিষয় দেখিলাম তাহার নাসিকাতে ঘৰ্ম্ম হইয়া থাকে জেহেলখানায় অন্য কোন আসামীর এইরূপ ঘৰ্ম্ম হয় না । ዻ ( ২০ অক্টোবর ১৮৩২ । ৫ কাৰ্ত্তিক ১২৩৯ ) শ্ৰীযুত বাৰু দক্ষিণানন্দ *RT (Late Editor of the Gyanunweshun ) Hকিয়ৎকাল হইল শ্ৰীযুত বাৰু দক্ষিণানন্দ মুখোপাধ্যায়নামক হিন্দু কলেজের এক ছাত্র বিদ্যাভ্যাসকরাতে দেবদেবীর পূজাতে ও হিন্দুর তাবদ্ধৰ্ম্মে তাহার বিশ্বাস ভ্রংশন হইতে লাগিল অতএব যে উপদেশেতে র্তাহার বিশ্বাসান্তর হইল তাহ এবং জাতীয় তাবদ্বন্ধন খণ্ডন করিয়া নূতন গ্রাহোপদেশানুসারে আচার ব্যবহার করিতে লাগিলেন । যথাসম্ভবাকুসারে তাহার পিতা মাতা বান্ধবাদি উক্ত তং কৃত আচারাদিতে অত্যন্ত বিরক্ত হইলেন কিন্তু বোধ করা যায় যে র্তাহার কেবল শ্বশুর তাহার প্রতি স্নেহদয়াপূৰ্ব্বক ব্যবহার করিয়াছিলেন। গত শীতকালে তাহার কএক বান্ধবাদি বারাণসীধামে গমন করিয়াছিলেন এবং কতক আপনার তুল্য বয়স্ক ও বন্ধুগণ বিজাতীয় আচারবিষয়ে নূতন২ গ্রাহোপদিষ্ট ব্যক্তিরদের পরামর্শ না শুনিয়া উক্ত বান্ধবাদির সঙ্গে উক্ত ধামে গমন করিলেন এবং যাহার তাহার প্রতি বিরক্ত র্তাহারদের হস্তে আত্মসমপণ করিলেন । তিনি বারাণসীতে পহুছিলে পর কলিকাতাস্থ উক্ত মিত্ৰগণের নিকটে দুঃখস্থচক পত্রের দ্বারা জ্ঞাপন করিলেন যে র্তাহার মনের আশ্চৰ্য্যপ্রকার বিকার জন্মিলে পরে পত্র লিখনের সময়ে কিঞ্চিৎ স্বস্থ ছিলেন । তত্ৰাপি বল ও তাবৎ শারীরিক স্বাস্থ্যের নূ্যনত ছিল এবং তাহার চক্ষুষ্মত্তা এমত নূ্যন হইয়াছিল যে কিছুকাল পৰ্য্যন্ত কোন বস্তুর প্রতিই দৃষ্টির স্থৈৰ্য্য রাখিতে পারিতেন না । এতদেশীয় লোকেরা রাগপ্রযুক্ত কাহারো চিত্তের বিক্ষেপ জন্মায়নেচ্ছুক হইয়া তাহাকে কোন একপ্রকার বিশেষ ঔষধ সেবন করায় এবং আমরা শুনিয়াছি যে স্বীয় অস্বাস্থ্যের লক্ষণ ষেপ্রকার উক্ত বাবু লিখিয়াছিলেন সেইপ্রকার ঐ ঔষধ সেবনের লক্ষণ বটে। কিছুকাল হইল ঐ ধামহইতে উক্ত বাবুকে সঙ্গে করিয়া তাহার আত্মীয়ের কলিকাতায় প্রত্যাগত হইয়াছেন এবং তৎ সময়ে উহাকে ঐ রোগে বিলক্ষণ পীড়িত দেখা গেল। পরে তিনি শ্বশুরবাটীতে আসিয়া আত্মীয় বন্ধুদিগকে কখনই দেখিতে আসিতেন কিন্তু তাহার অস্বাস্থ্য সম্পূর্ণ ছিল এবং কখন২ তাহার মনের বিকারের আতিশয্যের চিহ্নও দৃষ্ট হইয়াছিল। এক জন বিজ্ঞ চিকিৎসক তাহার