পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अिलअज्र 8ዕጫ উড়িষ্যা ও স্থবে বেহারের অন্তঃপাতি জিলা হায়ের মধ্যে জমীদারী স্থাবর অস্থাবর আদি তাবৎ বিষয় এলাকা লিখিয়া দিয়া এবং র্তাহার দুই রাণীর প্রতি পোষ্যপুত্রের অনুমতি পত্র লিথিয়া দিয়া কিছু দিন পরে ১৯ জ্যৈষ্ঠ মঙ্গলবার তারিখে শ্ৰীশ্ৰীe/ গঙ্গার তীরে দানাদি ও শ্ৰীশ্ৰী৬ নাম সংকীৰ্ত্তন শ্রবণ করিয়৷ শ্ৰীশ্ৰীy নাম স্মরণপূর্বক পরম ধামে গমন করিয়াছেন এই খেদে তদেশস্থ বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিত ভাগ্যবান শ্রীমান গুণি গরীব সকলে হাহাকার করিয়াছে শ্ৰীশ্ৰীy দৈব ইচ্ছার বলবত্ত্ব । জমীদারীর বিষয় রক্ষণাবেক্ষণের ও পৈতৃক ধৰ্ম্ম শ্ৰীশ্ৰী৬ সেবা ও অতিথি সেবাদির জন্য আমরা উদ্বিগ্ন নহি কেন না ঐ কৰ্ম্ম ঐ কুলে চিরদিন শ্ৰীশ্ৰীy গঙ্গাস্রোতের ন্যায় চলিয়া আসিতেছে তাহার ব্যাঘাতের সম্ভাবনা নহে বিশেষ রাজা বাবু মহাশয়ের মাতা বড় বুদ্ধিমতী / দেওয়ান লাল বাবুজী মহাশয় যখন বিষয় পরিত্যাগ করিয়া বহুকাল শ্ৰীশ্ৰী বৃন্দাবন ধামে বাস করিয়াছিলেন তৎকালীন ঐ জমীদারী ও শ্ৰীশ্ৰী৮ সেবা ও অতিথি সেবা প্রভৃতি সুন্দরব্রুপে নিৰ্বাহ করিয়াছেন এইক্ষণে কিছু দিন আত্ম পুত্র রাজা বাবুর যোগ্যতায় নিশ্চিন্তা হইয়! শ্ৰীশ্ৰীy আরাধনা করিতেছিলেন এও এক খেদ অধিক যে আরবার তাহার ঐ বিষয় যন্ত্রণাতে আবৃত হইতে হইল ইতি ১০ জুন –চন্দ্রিকা । ( ২ জুলাই ১৮৩৬ । ২০ আষাঢ় ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু —জমুয়ানিবাসি শ্ৰীনারায়ণ সিংহ বাবুর মৃত্যুতে তাবৎ বঙ্গদেশ ব্যাপিয় তাহার ভূরি২ মিত্ৰগণ ও কলিকাতাস্থ আত্মীয় স্বজনের বিলাপ করিতেছেন এবং তাহার অতিভারি জমিদারী ও বহুসম্পত্তিবিষয়ক বিবেচনা উত্তরকালে কিপ্রকার হইবে ইহা জ্ঞাতহওনার্থ লোকের অত্যন্তাকুরাগ হইয়াছে অতএব আপনার অতিব্যাপক দর্পণের দ্বারা বহুতর লোককে জ্ঞাপন করিতেছি । /প্রাপ্ত শ্ৰীনারায়ণ সিংহ স্বীয় বাসস্থান জমুয়াকান্দীর বাটতে বহুকালাবধি পীড়িত হইয়া কলিকাতায় ইউরোপীয় কোন চিকিৎসকের দ্বার স্বস্থ হওনার্থ ঐ বাটহইতে আগেমিনোদ্যত ছিলেন ইতিমধ্যে পীড়ার আতিশয্য হওয়াতে মুরশিদাবাদহইতে শ্ৰীযুত ডাক্তর মাকফারসন সাহেবকে আহবান করিতে হইল। ঐ সাহেব সময়মতে পহুছিয়া যথাসাধ্য নৈপুণ্য চিকিৎসার দ্বারা স্বাস্থ্য চেষ্টা পাইলেন কিন্তু ৮ ইচ্ছায় তিনি রক্ষা পাইলেন না পরে শ্ৰীনারায়ণ বাৰু অষ্টাবিংশ বর্ষবয়সে ১৯ জ্যৈষ্ঠ লোকান্তরগত হইলেন । তাহার পুত্ৰ নাই কেবল দুই কন্য এবং রীতিমত দুই পত্নীকে দত্তকপুত্ৰ লইতে অনুমতি করিলেন। ঐ পুত্রেরা প্রাপ্তব্যবহার হইলে তাবৎ সম্পত্তির অধিকারী হইবেন তাহারদের অপ্রাপ্তব্যবহারাবস্থাপর্য্যন্ত স্বীয় মাতার অধীনে তাবৎসম্পত্তি অপণ করিয়া যান ঐ মাত অত্যন্ত কাৰ্য্যদক্ষ ও বুদ্ধিমতী বাঙ্গালা লেখা পড়াতে অতিনিপুণ জমিদারী ব্যাপারও উত্তম বুঝেন ফলতঃ শ্ৰীনারায়ণ সিংহেরও নাবালগিসময়ে তাবৎ কাৰ্য্যই ঐ রাণী নিৰ্ব্বাহ করিয়াছেন । জমুয়াকান্দীর সিংহ রাজারদের মান্যতা ও উচ্চপদস্থতার বিষয় লিখনের আবশ্বক নাই 命br