পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংৱাদ পত্রে সেৰকাভেনক্ল কথা و 68 এই যে কলিকাতার পশ্চিমাংশে প্রায়ঃ দশক্রোশ অন্তর এক গ্রাম সেই স্থানে তন্ত্রবায়ের বাটীতে এক দেবতা স্বয়ং উখাপিত হইয়াছে বহুই বিজ্ঞ পণ্ডিত সকল ঐ স্থানে দেবতা নিরূপণ করণ জন্য উপস্থিত হইয়াছিলেন তাহারদিগের নানা পুরাণাদি জ্ঞান থাকিলেও কোন দেবতার প্রতিমূৰ্ত্তি নাম ও পূজা এই সকল বিষয় কিঞ্চিৎও নিরূপণ করিতে পারিলে ঐ নানা দেবতার প্রতিমূৰ্ত্তি এই এক খান রথ ষোড়শ ঘোটক তাহাতে নিয়োজিত তদুপরি কৃষ্ণবর্ণ প্রস্তরে ঐ দেবতার আকৃতি বিন্যাসিত আছে এবং তাহার দুই পাশ্বে স্ত্রীপুরুষ দণ্ডায়মান পরস্তু কিয়ৎ কাগজ ও লেখনী আছে ঐ দেবতার নিরূপণ অজ্ঞাত হইতে রাত্রে উপবাসী তন্ত্রবায়ের মাতা নিরাহারে রহিয়াছেন । [ জ্ঞানাম্বেষণ ] ( ২২ এপ্রিল ১৮৩৭ । ১১ বৈশাখ ১২৪৪ ) # হিন্দুর তীর্থ যাত্র নিবারণ —কাবলের অধ্যক্ষের কৰ্ম্মকারক এক জন স্বীয় পরিবারের নিকটে এতদ্রুপ এক পত্র লিখিয়াছেন যে হিন্দু লোকের গঙ্গাস্বানার্থ গমনোন্তত ছিলেন আমিও তাহারদের সহচর হইতে স্থির করিয়াছিলাম । কিন্তু এখানকার অনেক আমীরেরা একত্র হইয়া শ্ৰীলশ্ৰীযুত রাজাকে কহিলেন যে গত বৎসরে তীর্থ যাত্রোপলক্ষে এই রাজ্যহইতে যে সকল হিন্দুলোক গমন করিয়াছিল তাহারদের এক প্রাণীও প্রত্যাগত হয় নাই সকলই পেসওয়ারে বাস করিতেছে অতএব বোধ হয় বৰ্ত্তমান বৎসরেও যাহারা তীর্থ যাত্রা করিবে গত বৎসরের যাত্রির ন্যায় তাহারদেরও অগস্ত্য যাত্রা হইবে অতএব টেড়রার দ্বারা এই ঘোষণা করা গেল যে ব্যক্তিরা পরিবার ব্যতিরেকে যাইতে চাহে স্বচ্ছন্দে যাইতে পারে কিন্তু যাহারা পরিবারস্থদ্ধ যাইবে তাহারদের সর্বস্ব লুঠ করিয়া ঘর বাট বিনষ্ট করা যাইবে । ইহাতে অনেক হিন্দু লোক তীর্থ যাত্রাতে নিবারিত হইয়াছে । - ( २२ छून st-७० । ७> छाछै >२७१ ) সতীর পক্ষীয় আরজিতে আগামি দিবস সহি হইয়া পার্লিমেণ্টে প্রেরিত হইবেক অতএব এ বিষয়ে ধৰ্ম্ম সভাস্থেরদের প্রতিবাদিম্বরূপ র্যাহারা হইয়াছেন তাহারা আপনারদের পক্ষীয় ব্যবস্থা প্রস্তুত করিয়া পালিমেণ্টে প্রেরণ করুন তাহাতে সেই বিষয় উপস্থিত হইলে উত্তমরূপে তাহার মিমাংসা পার্লিমেণ্টে হইতে পারিবে । (২২ জানুয়ারি ১৮৩১ । ১০ মাঘ ১২৩৭ ) { স্ত্রীদাহ নিবারণ –স্থগলীর অন্তঃপাতি কৃষ্ণনগরে ৬/ত্রিলোচন তর্কালঙ্কার নামে এক জন পুরাতন অধ্যাপক ছিলেন যদিও তিনি অত্যন্ত জরা ছিলেন যথার্থ বটে কিন্তু গত পৌষ মাসে পীড়িত হইয়া তন্মাসের ষোড়শ দিবসে বৃহস্পতিবার সুৰ্য্যোদয়ের অব্যবহিত পরেই লোকাস্তর গমন করিয়াছেন মৃত্যুর পূর্বে তর্কালঙ্কারের পুত্র বৈদ্যসমূহকর্তৃক উক্তিতে পিতার রক্ষার