পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম, - (ఫ్ఫీ এই পত্র শ্রবণে অনুজ্ঞা হইল তাহার দলপতি নিকট গিয়া মার্জনা প্রার্থনা করুন। ৮। শ্ৰীযুত বাৰু আশুতোষ দেব মহাশয় এই দুই পত্র প্রেরণ করিয়াছেন তাহ পাঠ করা যায় শ্রবণ করিতে আজ্ঞা হউক । পরমপূজনীয় ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্ৰীচরণান্বজেষু । সংখ্যাতীত প্ৰণতিপুরঃসর নিবেদনমিদং । শ্ৰীযুত নবকুমার স্যায়ালঙ্কার শ্ৰীযুত সনাতন তর্কবাগীশ ও শ্ৰীযুত বালকরাম তর্কসিদ্ধান্ত ইহার ৩ জন আমার দলস্থ নূতন বাজারনিবাসিনী ৬ হরেকৃষ্ণ সেট জীউর স্ত্রী তাহার গুরুপত্নীর নামে শ্ৰীশ্ৰীy রাধারমণজীউ ঠাকুর প্রতিষ্ঠা গত ২৪ মাঘে করিয়াছেন ঐ কৰ্ম্মে সতীদ্বেষির নিমন্ত্রণ হইবেক না এ কারণ ঐ তিন জন ব্রতী হইয়াছিলেন কৰ্ম্ম সম্পন্ন পরে সতীদ্বেষী শ্ৰীযুত প্রাণকৃষ্ণ তর্কালঙ্কার ও শ্ৰীযুত মহেশচন্দ্র চূড়ামণি বিনা আহবানে উপস্থিত হইয়াছিলেন একথা ঐ ব্রতিদিগের প্রমুখাং ও লিপিম্বারা অবগত হইলাম সতীদ্বেষি দোষিদিগের আগমন দেখিয়া ভট্টাচাৰ্য্য মহাশয়ের দক্ষিণ ও বিদায় ত্যাগ করিয়া আসিয়াছেন এবং লইবেনও না যদিস্তাং দোষির দৃষ্টিতে কোন দোষ হইয়া থাকে তজ্জন্ত শ্ৰীশ্ৰীবিষ্ণুস্মরণে নির্দোষী হইয়াছেন ইহা মহাশয় ধৰ্ম্মসভার মাসিক বৈঠকে সমাজকে জ্ঞাত করিবেন। পরন্তু শ্ৰীযুত ভট্টাচাৰ্য্য মহাশয়েরা আমাকে যে পত্র লিখিয়াছিলেন সেই পত্রও এতৎপত্রসম্বলিত পাঠাইতেছি ইহাও সমাজে দৰ্শাইবেন শ্রীচরণে নিবেদন করিলাম ইতি ২৮ মাঘ ১৭৫৪ শকাবণঃ । শ্ৰীআশুতোষ দেবস্ত । উক্ত ভট্টাচাৰ্য্যত্রয় শ্ৰীযুত আশুতোষ বাবুকে যে পত্র লিখিয়াছিলেন তাহা এই । পরমকল্যাণীয় শ্ৰীযুত বাৰু আশুতোষ দেব দলপতি মহাশয় পরমকল্যাণবরেষু। পরমশুভাশীৰ্ব্বাদ বিজ্ঞাপনঞ্চ বিশেষ: নূতন বাজারের ৮ হরেকৃষ্ণ সেটজীউর স্ত্রী তাহার গুরুপত্নীর নামে শ্ৰীশ্ৰীy ঠাকুর প্রতিষ্ঠা ২৪ মাঘ করিয়াছেন তাহার ব্ৰতী আমরা ৩ জন হইয়াছিলাম পূৰ্ব্বে আমরা অবগত ছিলাম কোন সতীর দ্বেষির নিমন্ত্রণ হইবেক না কিন্তু ক্রিয়া সম্পন্ন পরে দেখিলাম সতীর দ্বেষী শ্ৰীযুত প্রাণকৃষ্ণ তর্কালঙ্কার ও শ্ৰীযুত মহেশচন্দ্র চূড়ামণি ইহঁারা দুই জনে ঐ স্থানে উপস্থিত হইলেন কৰ্ম্মকৰ্ত্তাকে জিজ্ঞাসা করাতে কহিলেন বিনাহানেতে উপস্থিত হইয়াছেন যাহা হউক দোষির দৃষ্টিহওয়াতে দক্ষিণা ও বিদায় লই নাই এবং লইব না তথাচ আনুষঙ্গিক যদিস্তাং দোষ হইয়া থাকে ঐ দোষ ক্ষয়ের নিমিত্ত শ্ৰীশ্ৰীবিষ্ণু স্মরণ করিলাম ইতি ২৮ মাঘ । শ্রীনবকুমার শর্ম শ্ৰীবালকরাম দেবশৰ্মা শ্ৰীসনাতন দেবশৰ্ম্ম । এই পত্রদ্বয় শ্রবণে সমাজ কহিলেন ইহাতে ভট্টাচাৰ্য্য মহাশয়দিগের দোষ স্পর্শে না কিন্তু এতাদৃশ লেখাতে অধিক সাবধানত প্রকাশ হইল তজ্জন্য প্রশংসিত হইলেন। এই দিবসীয় সভায় যে সকল বিষয় হইয়াছিল তাহার স্থল তাৎপৰ্য্য প্রকাশ করা গেল — চন্দ্রিক ।