পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

фъ8 সংবাদ পত্রে লোকালের কথlt রমণীকে মহম্মদীয়ন শরার মতে বিবাহ করেন ও জবনেরা তাহার হিন্দু নাম পরিবর্তে এজতআলী খা নামকরণ করে তিনি ঐ জবনী স্ত্রী সমভিব্যাহারে যথারীতিক্রমে রোজা মমাজে তৎপর হইয়া বহুদিবস ঘরবসত করেন পরে উক্ত খা সাহেবের কোন পৈতৃক প্রাচীন চাকর নবীন ধনী হইয়া তাহার সহিত ভক্ষ্যভোজ্য করিয়া পুনরায় খ৷ সাহেবকে হিন্দুসমাজে গ্রহণ করেন এইক্ষণে কি ঐ এজজত আলী খার উক্ত প্রাচীন চাকরের সস্তানের র্যাহারা খ৷ সাহেবের সমন্নয়কালীন ছিলেন হিন্দু মহাশয়দিগের মধ্যে প্রসিদ্ধ এবং উপস্থিত দলাদলির অগ্রগণ্য হওনের উপযুক্ত কি না । ; চতুর্থ প্রশ্ন। এতন্নগরস্থ কোন ব্যক্তি নামিজান ও স্থপনজান ও নিকিপ্রভৃতি জবনী নর্তকীদিগের সহিত তাবৎকাল নানারূপ আহার ও ব্যবহার করিয়া এবং মির্জ জান তপসের সহিত দ্বাদশ বৎসরেরও অধিককাল একান্নভূক্ত থাকিয়া নগরকীৰ্ত্তনোপলক্ষে পুনরায় হিন্দুদিগের মধ্যে গৃহীত হন। এইক্ষণে ঐ ব্যক্তির সন্তান ও পরিবারেরা এই লাদলির উদ্যোগে বিশেষ অনুরাগ প্রাপ্ত হইতে পারেন কি না । যদি উপরিউক্ত মহাশয়েরা হিন্দুসমাজে মান্ত ও অগ্রগণ্য হইতে পারেন এবং ধৰ্ম্মসভার বিধি ব্যবস্থা মম্বাদি শাস্ত্রের বিপরীত অন্য কোন শাস্ত্রানুসারে থাকে তবে কৃষ্ণমোহন বন্দ্যোপ্রভৃতি কিনিমিত্ত ধৰ্ম্মসভার অগ্রাহ হয় । আমরা জ্ঞাত আছি যে অনেক২ নির্দোষি নিষ্কলঙ্ক নিরপেক্ষ শিষ্ট বিশিষ্ট মহাশয়ের ধৰ্ম্মসভার দলভূক্ত আছেন তাহারা কি উক্ত বিষয়ে পক্ষপাতবিহীন হইবেন না ইতি । নিবেদনপত্রী কস্যচিৎ শুণমবাজার নিবাসৈকস্য বিপ্রস্ত । ( ২৯ আগষ্ট ১৮৩৫ । ১৪ ভান্দ্র ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু।–.সংপ্ৰতি একটা শাখা ধৰ্ম্মসভা স্থাপিত হইয়াছে কিন্তু তৎসভাসম্পাদক ও অধ্যক্ষ কে তাহ কিছুই জানিতে পারি না কিন্তু শুনিয়াছি ব্রহ্মসভার ন্যায় হইয়াছে কারণ ব্রহ্মসভায় প্রতি বুধবার রাত্রে গান বাদ্য ইত্যাদি অতিপরিপাটীরূপে হয় । তদনন্তর শাখা ধৰ্ম্মসভায় প্রতি শনিবারের রাত্রে গান বাদ্য ইত্যাদি হয় পরস্তু প্রাতঃকালে পাঠ কিরূপ প্রকার হয় তাহা কিছুই জ্ঞাত নহি । সম্পাদক মহাশয় আমরা অতুভব করি যে কথিত শাখা ধৰ্ম্মসভা কিয়ং কালাস্তে ছাতারের নৃত্য হইবেক, অর্থাৎ ময়ূরের নৃত্য দেখিয়া একটা ছাতার পাখি মনে২ বিবেচনা করিল যে আমি উহার অপেক্ষ উত্তম নৃত্য করিব বলিয়া নৃত্য করিতে আরম্ভ করিল পরে অনেককাল নৃত্য করিতে২ ময়ূরের মৃত্য ভুলিয়া গিয়া শেষে লাফাইতে আরম্ভ করিল। সম্পাদক মহাশয় শাখা ধৰ্ম্মসভা তাদৃশ হইবেক । ২১ আগস্ত ১৮৩৫ সাল । ( ২৭ ফেব্রুয়ারি ১৮৩৬ । ১৬ ফাল্গুন ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু ধৰ্ম্মসভার পতিবিয়োগ – প্রায় সকলেই ভাত