পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে সেকালের কথা وقاموايا নৈপুণ্য জন্য পুরস্কার দিতে পারেন। উপরোক্ত উপদেশকের নিকট জ্ঞাত হইলাম যে শ্ৰীলশ্ৰীযুত কোম্পানি বাহাদুর এক উত্তম অট্টালিকা নিৰ্মাণ করিতেছেন ঐ অট্টালিকায় কেবল ছাত্রেবৃদিগের ইংরাজি বৈদ্যক শাস্ত্রীধ্যয়ন হইবেক । , , |

  • r * ( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ), - হিন্দু কালেজ —..শ্ৰীযুত, কাপ্তেন ডি, এল, রিচার্ডসন সাহেব যিনি লিটেরেরি গেজেটির সম্পাদক তিনি ৫০০ মুদ্রা মাসিক বেতনে শাস্ত্র বিষ্ঠার প্রধান উপদেশক হইয়াছেন।

( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) হিন্দু ফ্রি স্কুলের সভা —এতন্মহানগর মধ্যে হিন্দু ফ্রি স্কুল নামক যে এক বিদ্যালয় আছে অর্থাৎ বিনা বেতনে হিন্দু বালকদিগের ইংলওঁীয় বিদ্যাধ্যয়নার্থ হিন্দু কালেজস্থ কোন যুবা কতৃক যাহা স্বস্ট হইয়াছে, তাহ সাধারণ জনগণের বালকদিগের বিদ্যাভ্যাস করাইবার প্রয়াসে স্থাপিত হয়, এবং ব্যয়ও নূ্যন ছিল না, কিন্তু এক্ষণে অধিক বালক বৃদ্ধি হওয়াতে ব্যয়ও তদ্রুপ বাহুল্য হইয়াছে, এজন্যে উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় বিবেচনা করিয়া এক নূতন নিয়ম স্থির করণান্তঃকরণে গত ১৮ শ্রাবণ রবিবার বেলা.৪ দণ্ডের সময় উক্ত বিদ্যালয়স্থিত ছাত্রদিগের পিতা বা পালককৰ্ত্তাদিগকে নিমন্ত্ৰণ করিয়া মৃজাপুরের ১২২ সংখ্যক ভবনে উক্ত বিদ্যালয়ে এক সভা করিয়াছিলেন, এবং তিনি যথা রীত্যনুসারে তৎসভায় গাত্ৰোখান করিয়া প্রথম এই প্রস্তাব করিলেন যে “এই বিদ্যালয় আমি প্রথম স্থাপন করি এবং এপর্য্যন্ত অনায়াসেই সাচ্ছল্য পূর্বক উক্ত বিদ্যালয়ের ব্যয়াদি দিয়া নির্বাহ করিতেছি, এক্ষণে অধিক বালক বৃদ্ধি হওয়াতে নিৰ্দ্ধারিত মুদ্র হইতে নিৰ্বাহ হইবার ক্রটি হয়, এজন্তে মহাশয় দিগের নিকট প্রার্থনা করি, যে সকলে অনুগ্রহ প্রকাশ করিয়া যাহাতে এ বিষয় সমভাব থাকে এমত করুন” তাহাতে উক্তাধ্যক্ষের প্রস্তাবিত বিষয়ে সকলে মনোযোগ করিয়া পৃথক বালক প্রতি ৷০ চরি আন মাসিক বেতন স্থির করিলেন, তৎপরে ঐ সভাস্থ শ্ৰীযুত মিডিলটন সাহেব ও শ্ৰীযুত বাৰু ব্রজমোহন সেন এতদুভয়ে গাত্ৰোখান করিয়া অনেক বক্তৃত দ্বারা হিতোপদেশ দশাইলেন, এজন্য তন্মহাশয়দ্বয়কে উক্ত সভাস্থ সমস্ত ব্যক্তিরা ধন্যবাদ পূর্বক প্রশংসা করণানন্তর সভা ভঙ্গ হইল । আমি এবিষয়ে উক্ত বাবুকে এই প্রশংসা করি যে তিনি যাহা মানস করিয়া সম্পূর্ণ করিলেন তাহা অতি মুখজনক হইয়াছে, কারণ এরূপ না করিয়া যদ্যপি ঐ নিয়মিত ব্যয়ে বিদ্যালয় স্থাপিত রাগ্নিতেন তাহাতে ছাত্রদিগের অধ্যয়নের ক্রটি হইত, অতএব । চারি আনা বেতন নিৰ্দ্ধারিত করাতে কেহ বিরুদ্ধ ভাবেন এমত সম্ভব হয় না ।

  • * (১০ জুন ১৮৩৫ । ২৮ জ্যৈষ্ঠ ১২৪২, বুধবার পূর্ণিমা) ঢাকায় ইংরাজি পাঠশালা —ইংলিসমেন সম্বাদ পত্রে এক জন পত্র প্রেরক দ্বারা অবগত