পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*శ్రీషి .. BDD KBB BBDD BB LL তাহার সহিত গবৰ্ণমেণ্টের পত্রাদি লেখা চলিয়াছিল, দশ বিঘা পৰ্য্যন্ত ব্ৰহ্মত্র ছাড় দিবার নিয়ম ঐ সভার উদ্যোগেই হইয়াছে, তথাচ তাহা স্থায়ি হয় নাই, দ্বারকানাথ বাবুর পতনেই সভার পতন হইয়াছে । ’ - বিজ্ঞ সম্পাদক মহাশয় আপনি উদ্যোগী হইয়া দেশ হিতৈর্ষিণী সভা নামে এক সভা করিয়াছিলেন ঐ সভায় সমুদয় বাঙ্গালা পত্র সম্পাদকদিগের সংযোগ হইয়াছিল, ষোড়াসাকোর vকমল বসুর বাটীতে যে কয়েকবার তাহার প্রকাশু সভা হয়, সেই সকল বারেই সম্রাস্ত ধনাঢ্য লোকের আগমন করিয়াছিলেন, নিয়মাদি নিৰ্দ্ধারিত হইয়াছিল, কিন্তু কি আক্ষেপ ঐ সভার স্বারা এমত কোন কাৰ্য্য হয় নাই যদ্বারা তাহা আমারদিগের স্মরণীয় হইতে পারে, তদনন্তর ইয়ং বাঙ্গাল মতাবলম্বিদিগের দ্বারা বাঙ্গাল ব্রিটিস ইণ্ডিয়া সড় স্থাপিত হয়, মান্তবর মেং জর্জ তামসন সাহেব এখানে আসিয়া ঐ সভায় কয়েকদিবস বক্তৃতা করিয়া মহা ধুমধাম করিয়াছিলেন, বাঙ্গাল স্পেক্টেটর নামে ঐ সভার মত পোষক একখন পত্র প্রকাশ হইয়াছিল, সাধারণের সাহায্য ও সংযোগ বিরহে তাহাও স্থায়ি হইল না, ইতিপূর্বে বাগবাজার নিবাসি মৃত বাবু কাশীনাথ বসু ভূম্যধিকারী সভার পুনৰ্জ্জীবন দানে দৃঢ় সংকল্প করিয়া যে উদযোগ করিয়াছিলেন তাহার শুভ চিহ্নের মধ্যে বসু বাবু রাজদত্ত আশার্যোট প্রাপ্ত হইয়াছিলেন অন্ত উপকার কিছুই দশে নাই, এইরূপ এতদেশীয় লোকের রাজকীয় বিষয়ের বিবেচনা জন্ত যে কয়েকটা সভার অনুষ্ঠান করিয়াছেন একতা ও যত্নের অভাবে তত্ত্বাবতেরই পতন হইয়াছে, রাজকীয় বিষয়ের চিস্ত করা যদ্যপি এতদ্দেশীয় লোকেরা অতি কর্তব্য বিবেচনা করিতেন এবং তাহার প্রতি র্তাহারদিগের মনোযোগ থাকিত তবে ঐ সকল সভার পতন না হইয়া বরং তাহার স্থায়িত্ব হওয়া সম্ভব হইত। ..” পৃ. ৪২৩–ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১১৯৪ সালের "আষাঢ়ী পৌর্ণমালীতে" পরগণ উখড়ার অস্তঃপাতী নারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন । র্তাহার পিতার নাম—রামজয় বন্দ্যোপাধ্যায় । ভবানীচরণ এক জন খ্যাতনাম সাংবাদিক ছিলেন । সংবাদপত্র-পরিচালনায় তাহার হাতেখড়ি হয় ‘সম্বাদ কৌমুদী পত্রে। ১৮২১ সনের ৪ ডিসেম্বর তারিখে সস্বাদ কৌমুদী প্রথম প্রকাশিত হয় । এই সাপ্তাহিক পত্রের প্রথম ত্রয়োদশ সংখ্যা প্রকাশ করিবার পর “আংশিগণের সহিত ধৰ্ম্ম বিষয়ে ঐকমত্য না হওয়ায়” তিনি 'সম্বাদ কৌমুদী’র সংস্রব ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। ভবানীচরণ উদ্যোগী পুরুষ ; তিনি অনতিবিলম্বে কলুটোলায় ‘সমাচার চঙ্গিক যন্ত্র স্থাপন করিয়া ‘সমাচার চঞ্জিকা' নামে একখানি সংবাদপত্র প্রকাশ করিলেন। ‘সমাচার চন্দ্রিকা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয় ৫ মার্চ ১৮২২ তারিখে। সমাচার চঞ্জিকা রক্ষণশীল হিন্দুদের মুখপত্রস্বরূপ হইয়াছিল। - * গ্রন্থকার হিসাবেও ভবানীচরণের যথেষ্ট খ্যাতি ছিল । তিনি প্রাঞ্জল ও সহজবোধ্য বাংলায় অনেকগুলি পুস্তক রচনা করিয়াছিলেন। র্তাহার রচিত ও সম্পাদিত গ্রন্থের একটি তালিকা দিতেছি---

১। নববাবুবিলাস। ইং ১৮২৩ (?) । -