পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাজকীয় । ૧૭6 জয়নারায়ণের মৃত্যু হইয়াছে । এই পরিবারের প্রতিষ্ঠাতা গোকুলচন্দ্র ঘোষাল ভেরেলষ্ট সাহেবের দেওয়ান ছিলেন । সেই সুত্রে ইহার সঙ্গীপের জমিদারী লাভ করেন । কালীশঙ্কর খিজিরপুরে (ডাকনাম খিদিরপুর ) বাস করেন । তিনি ফুষ্ঠরোগীদিগের জন্ত একটি আশ্রম নিৰ্ম্মাণের জন্য ভূমি ও অর্থদান করিয়াছেন । ৯ । ঠাকুর পরিবার । এই বহুবিস্তৃত বংশ বিশেষ সমৃদ্ধিশালী । এই বংশের প্রধান শাখার অাদি পুরুষ দর্পনারায়ণ ঠাকুর হুইলার সাহেবের দেওয়ানী করিয়া অনেক টাকা উপার্জন করেন । র্তাহার সাত পুত্ৰ—রামমোহন ( মৃত ), গোপীমোহন ( পিতৃসম্পত্তি বহুল পরিমাণে বৃদ্ধি করিয়া ১৮১৮ সালে পরলোক গমন করেন ), কৃষ্ণমোছন ( উন্মাদ ), প্যারীমোহন ( মূক ), হরিমোহন, লাডলীমোহন এবং মোহিনীমোহন । গোপীমোহনের ছয় পুত্র স্বৰ্য্যকুমার ( অপুত্ৰক ), চন্দ্রকুমার, কালীকুমার, নন্দকুমার, হরকুমার ও প্রসন্নকুমার । ১ • । গৌরচরণ শেঠ, কৃষ্ণমোহন শেঠ, ত্রজমোহন শেঠ, রাজকুমার শেঠ বড়বাজাবের বিখ্যাত ব্যবসায়ী ( ব্যাঙ্কার ) পরিবারের লোক । এই পরিবার বহুদিন হইতে এই অঞ্চলের অধিবাসী । ১১ । রাধাকৃষ্ণ বসাক—ট্রেজারির খাজাঞ্চি । ইনি বড়বাজারের বিখ্যাত শরফ (Shroft) বংশের সস্তান ও শেঠদিগের আত্মীয় । ১২ । রামদুলাল দে । ইনি বোধ হয় কলিকাতার সর্বশ্রেষ্ঠ ধনী । বাণিজ্যস্থত্রেই ইনি সম্পত্তি লাভ করেন । ইনি বহুদিন ফেয়ারলি কোম্পানীর দেওয়ান ছিলেন এবং আমেরিকার ব্যবসায়ীদিগের সহিত ইহার কারবার ছিল । রামদুলাল এখন প্রাচীন হইয়াছেন কিন্তু এখনও নিজেই ব্যবসায়ের তত্ত্বাবধান করেন । ১৩ । প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস রামন্ত্রর বিশ্বাসের পুত্র । ভুলুয়া ও চট্টগ্রামের লবণের এজেণ্ট হারিশ সাহেবের দেওয়ানী করিয়া রামহরি প্রভূত সম্পত্তি লাভ করেন । পুত্রেরা সেই সম্পত্তি আরও বৃদ্ধি করিয়াছেন। কয়েক বৎসর পূর্বে জগমোহনের মৃত্যু হইয়াছে। তাহার নাবালক পুত্রকে প্রাণকৃষ্ণ সম্পত্তির জ্যায্য অংশ দিতে ইচ্ছুক ছিলেন না কিন্তু সুপ্রীম কোটের বিচারে সমস্ত সম্পত্তির অৰ্দ্ধাংশে তাহার অধিকার সাব্যস্ত হইয়াছে। প্রাণকৃষ্ণ ও র্তাহার পুত্র আনন্দময় বারাকপুরের সন্নিহিত বহু ভূসম্পত্তির মালিক । - ১৪ । রাজকৃষ্ণ সিংহ, শিবকৃষ্ণ সিংহ ও শ্ৰীকৃষ্ণ সিংহ, ট্রেজারীর ভূতপূৰ্ব্ব খাজাঞ্চি প্রাণকৃষ্ণ সিংহের পুত্র ও উত্তরাধিকারী । এই পরিবারের প্রতিষ্ঠাতা শান্তিরাম সিংহ পাটনার চীফ মিঃ মিডলটন ও সার টমাস রামবোল্ডের দেওয়ান ছিলেন । প্রাণকৃষ্ণ ও জয়কৃষ্ণ র্তাহার পুত্র । ১৫ । ভগবতীচরণ মিত্র, ভবানীচরণ মিত্র এবং র্তাহাদের আর চারি ভ্রাতা, অভয়চরণ মিত্রের পুত্র। ইহারা বিশ্বনাথ মিত্রের পুত্র কাশীনাথ মিত্রের সহিত প্রপিতামহ