পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૭ ईशांद्र সংবাদপত্রে মোকান্ডেনর কথা গোবিন্দরাম মিত্রের সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন । গোবিন্দরাম কলিকাতার জমিদারী কাছারির দেওয়ান ছিলেন এবং ব্যবসায়ের দ্বারা বিত্ত লাভ করিয়াছিলেন। ১৬। নবকৃষ্ণ মিত্র, হরলাল মিত্র, হরিশচন্দ্র মিত্র প্রভৃতি গোকুলচন্দ্র মিত্রের পৌত্র। গোকুলচন্দ্র রসদের ঠিকাদারী করিয়া সমৃদ্ধি লাভ করেন এবং চিৎপুর রোডের নিকট বাগবাজারে সুবৃহৎ বাটী নিৰ্ম্মাণ করেন। ১৭ । গঙ্গানারায়ণ সরকার পামার কোম্পানীর খাজাঞ্চি । কলিকাতার দেশীয় অধিবাসীদিগের মধ্যে অন্যতম বিশিষ্ট ধনী। কেবল ব্যবসায়ের দ্বারাই ইহার বিত্তলাভ হইয়াছে। - ১৮। কৃষ্ণচন্দ্র পালচৌধুরীর অবস্থা প্রথম মোটেই ভাল ছিল না। তিনি লবণের ব্যবসায়ে অতুল ঐশ্বৰ্য্য লাভ করেন। তাহার চারি পুত্র ঈশানচন্দ্র (মৃত), প্রেমচন্দ্র, রতনচন্দ্র এবং উমেশচন্দ্র পালচৌধুরী পিতৃসম্পত্তি বহুল পরিমাণে বৃদ্ধি করিয়াছেন, কিন্তু ইহাদের পিতৃব্য-পুত্রেরাও এই সম্পত্তির অংশীদার। সম্প্রতি কৃষ্ণচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতার একমাত্র পুত্র বৈদ্যনাথ সুপ্রীম কোর্টের বিচারে সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশের মালিক সাব্যস্ত হইয়াছেন । ১৯। রাজনারায়ণ সেন, রূপনারায়ণ সেন এবং অপর তিন ভ্রাতা মথুরামোহন সেনের পুত্র। মথুরামোহন শরফের ( ব্যাঙ্ক ) ব্যবসায়ে বহু অর্থ উপার্জন করেন এবং জোড়াবাগানে এক বৃহৎ বাড়ী নিৰ্ম্মাণ করিয়াছেন । ২• । রাধামাধব ব্যানাজী এবং গৌরীচরণ ব্যান্যজী ফকিরর্চাঙ্গ ব্যানাজীর পুত্র। ফকিরর্চাদের পিতা রামসুন্দর কুলীন ব্রাহ্মণ, রাজনারায়ণ মিশ্রের এক ভগ্নীর সহিত র্তাহার বিবাহ হয়। এই বিবাহের স্বারা এবং পটুয়ার আফিমের এজেন্সীর দেওয়ানী চাকুরীতে এই পরিবারের সমৃদ্ধি লাভ হয় । এতদ্ব্যতীত ব্যানাজী পদবীর আরও কয়েকটি ধনী কুলীন পরিবার আছে । - ২১ । শিবনারায়ণ ঘোষ ও তাহার দুই ভ্রাতা রামলোচন ঘোষের পুত্র ও বিশাল সম্পত্তির মালিক । রামলোচন হেষ্টিংসের সরকার ছিলেন । - ২২ । মৃত সনাতন মল্লিকের ভ্রাতা বৈষ্ণবদাস মল্লিক এবং উহার ভ্রাতুষ্পপুত্র নীলমণি মল্লিক অত্যস্ত ধনী এবং বিশেষ প্রতিপত্তিশালী ব্যক্তি । ইহাদের সম্পত্তি রামকৃষ্ণ মল্লিকের ব্যবসায় লব্ধ । ইহাদের সহিত পূর্বোল্লিখিত মল্লিক-পরিবারের কোন সম্পর্ক নাই । - * , ' \, 單 w ২৩। রসিকলাল দত্ত অধিকাংশ সময় বেলারসেই বাস করেন । র্তাহার পুত্র উদয়টাদ কলিকাতার ভাসনে থাকেন। রসিকলাল ও হরলাল মদনমোহন দত্তের পুত্র। হরলাল ১৮• • সালে পরলোক গমন করেন। র্তাহার পাচ পুত্র, মণিমাধব, শিবচন্দ্র, শম্ভুচন্দ্র, ঈশ্বরচন্দ্র এবং রাজচন্দ্র । , ... ', - r পর কলিকাতার বিভিন্ন পল্লীর সম্রাপ্ত ব্যক্তিগণের তালিকা দেওয়া হইয়াছে। "