পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कि 8షా এক নূতন বাট প্রস্তুত করণেতে যে ব্যয় হইত তাহ এই বাট ক্রয়করণ ও বৰ্দ্ধিত করণের ব্যয়াপেক্ষা অধিক পড়িত। বোধ হয় মুরশিদাবাদের শ্ৰীযুক্ত নওয়াব সাহেবের নূতন রাজ বাটী ভিন্ন কলিকাতার বাহিরে এমত উংকৃষ্ট বাটী আর কুত্রপি নাই । বিদ্যালয় ( ১৮ সেপ্টেম্বর ১৮৩০ । ৩ আশ্বিন ১২৩৭ ) কলিকাতায় চিতপুর রোড অর্থাৎ বড় রাস্তার ধারে যে বাটতে পূৰ্ব্বে হিন্দু কলেজ ছিল সেই বাটীতে [ পাদরি ডফের } এক স্কুল অর্থাং বিদ্যালয়.পাদরি সাহেব লোকেরা ঐ বিদ্যালয় করিয়াছেন এবং তাহারদিগের স্বস্থান অর্থাৎ স্কটলণ্ডে যে গিরিজাসংক্রান্ত ধন আছে সেই ধনহইতে বিদ্যালয়ের ব্যয় হইবেক এবং বিদ্যালয়ের সাহায্যকারি শ্ৰীযুত দেওয়ান রামমোহন রায়ের পুত্ৰ শ্ৰীযুত বাবু রাধাপ্রসাদ রায় হইয়াছেন ও তিনি ঐ বিদ্যালয়ের বিদ্যার্থি বালকদিগকে রীতি নীতি শিক্ষা করাইবেন । ( ৩০ অক্টোবর ১৮৩০ । ১৫ কাৰ্ত্তিক ১২৩৭ ) কলিকাতা হাইস্কুল –কিয়ন্মাস গত হইল কলিকাতা মহানগরে এক হাই স্কুলনামক এক ইঙ্গরেজী বিদ্যালয় উইলিণ্টন ইস্ত্রিটে স্থাপিত হইবার বুত্তান্ত অনেক ইঙ্গরেজী সমাচারপত্রে উদিত হইয়াছিল. । ( ২২ ডিসেম্বর ১৮৩২ । ৯ পৌষ ১২৩৯ ) কলিকাতা হাই স্কুল –গত বৃহস্পতিবার দশ ঘণ্টাসময়ে উক্ত [ হাই ] স্কুলের চারি ঘরে বালকদিগের সাম্বৎসরিক পরীক্ষাহওয়াতে প্রথম ক্লাশের পাঠাথিগণের পরীক্ষণ শ্ৰীলশ্ৰীযুক্ত লর্ড বিসোপ সাহেবকতৃক নীত হয় এবং অন্য এক ঘরে শ্ৰীযুত আচডিকানদ্বার সম্পন্ন হয় । এতদুপলক্ষে অনেক ভাগ্যবস্ত ও প্রধান২ ইঙ্গরাজ ও বিবি এবং বাঙ্গালী মহাশয়ের সমাগম হইয়াছিল, । ( ৮ অক্টোবর ১৮৩১ । ২৩ আশ্বিন ১২৩৮ ) .আমরা শুনিয়াছি যে বাবু রামমোহন রায় যখন হিন্দুকালেজের অধ্যক্ষেরদের মধ্যে প্রবিষ্ট হইতে পারিলেন না। তখন তিনি এতদ্রুপ প্রশংসনীয় কৰ্ম্ম করিয়াছিলেন যে তদ্বিষয়ে ভগ্নাশতাপ্রযুক্ত র্তাহার মন কিছু দুঃখী না হইয়া তৎক্ষণাং নিজে এক বিদ্যালয় স্থাপন করিলেন এবং তাহাতে এতদেশীয় শত২ বালক বিদ্য। প্রাপ্ত হইয়াছে লোকের এতদ্রপ বিরোধে সৰ্ব্বসাধারণের উপকার ।