পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ &S করিয়া তাহার ব্যয় নিজহইতে বহুকালাবধি করিতেছেন কিন্তু সংপ্ৰতি ঐ স্কুলের ব্যয়ের বাহুল্যহওয়াতে স্বদেশীয় লোকেরদের নিকটে তাহারদের উপকার যাচঞা করিতে হইয়াছে। ধনদাতৃগণের মধ্যে প্রভাকর মহাশয় এই ২ নাম বিশেষ লেগেন । শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর । - - - > o. o শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর । to - - & © শ্ৰীযুত বাৰু কানাইলাল ঠাকুর । - - - & о শ্ৰীযুত বাৰু বিশ্বনাথ মতিলাল । - * * *3 o শ্ৰীযুত বাবু হরচন্দ্র লাহিড়ি । - * * 8 o শ্ৰীযুত বাবু কালীনাথ রায় । , - - - وين نحو শ্ৰীযুত আদাম সাহেব । - - - > * ( ১৮ জুন ১৮৩১ । ৫ আষাঢ় ১২৩৮ ) নূতন পাঠশালা –. সংপ্ৰতি পরম্পরায় অবগত হইলাম যে শ্ৰীযুত রসিকরুঞ্চ মল্লিক শিমুলিয়াতে হিন্দু ফ্রি স্কুলনামে বিনাবেতনে এক বিদ্যামন্দির স্থাপন করিয়াছেন প্রায় ৮০ জনা বালক ঐ স্থানে শিক্ষাকরণার্থে গমন করিয়া থাকেন তথায় কেবল পুস্তকের অদ্ধ মূল্য লন আমরা অত্যন্ত আহলাদিত হইলাম সে ইহার বিদ্য। উপার্জন করিয়া আপনার দেশের উপকারজন্য কি শ্রম করিতেছেন। —সং কেীং । ( ৮ অক্টোবর ১৮৩১ । ২৩ আশ্বিন ১২৩৮ ) হিন্দু ফ্রি স্কুল —উক্ত স্কুলের কোন মান্ত প্রধান মেম্বর দ্বারা অবগত হওয়া গেল যে ঐ বিদ্যালয়ের গত এক কমিটিতে তদধ্যক্ষ শ্ৰীযুত বাবু গঙ্গাচরণ সেন তথা শ্ৰীযুত বাবু রাধানাথ পাল তথা শ্ৰীযুত বাবু মাধবচন্দ্র মন্ত্রীকপ্রভৃতি কএক জন প্রধান২ কৰ্ম্মকারকের সভা শোভা করিয়া বহুবিধ বিচার করণানন্তর এই প্রস্তাব করিলেন যে যে কএক জন মেম্বর হিন্দু ধর্শ্বের দ্বেষী ও দুঃসাহসি কৰ্ম্ম করিয়া ধৰ্ম্ম নষ্ট করে তাহারদিগের সহিত আমরা কোন বিষয়ের অংশ রাখিব না...। - উপরি লিখিত কএক পংক্তি মনোযোগপূর্বক পাঠকরণেতে পাঠকগণের এই বোধ হইবে যে হিন্দু ফ্রি স্কুলের অধ্যক্ষেরদের অধিকাংশ হিন্দু ধৰ্ম্ম পুনৰ্ব্বার অবলম্বন করিতে ইচ্ছুক আছেন এবং তদ্ধৰ্ম্মের বিরুদ্ধ বচন যে প্রকাশ না পায় এতদৰ্থ তাহারা যথাসাধ্য উদ্যোগ করিতেছেন ইহা প্রভাকরসম্পাদক বাক্কৌশলদ্বারা লোকদিগকে জ্ঞাপন করিতে চেষ্টা পাইতেছেন । এই উক্তি পাঠ করিয়া আমি আশ্চৰ্য্য রসে মগ্ন হইলাম এবং ঐ পশ্বাচারিসম্পাদক মহাশয় এমত অসত্য ও অমূলক কথা কি অভিপ্রায়ে প্রকাশ করিতেছেন তাহা জানিতে পারিলাম না । তিনি যে বৈঠকের বিষয়ে উল্লেখ করিয়াছেন তাহা গত ৯ সেপ্তেম্বরে হিন্দু ফ্রি স্কুল বিদ্যালয়ে হয় তৎসময়ে আমি তথায় সভাপতি ছিলাম অতএব সেই স্থানে যে