পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর । • রাজা । মীরা। সন্ন্যাসিনী । সাধে যদি ভাগ্য, কি করিবে প্রাণগত জাশা ? কেন নাথ রোষ-দীপ্ত মধুর আনন, + কুটিল ভ্রুকুটি শান্ত বিমল ললাটে, পাবে না কি শুনিবারে মহিষী তোমার? শুন তবে প্রিয়ে ! দেখি কুম্ভ মের উচ্চ চুড়ী, ঈৰ্ষা-দগ্ধ হৃদে,— মালবের রাজা আর গুর্জর ভূপতি, দোহে মিলে করিয়া মন্ত্রণা, আসিয়াছে করিবারে চিতোরণক্রমণ । ফিরিতেছে দেহে তস্করের মত, গুপ্ত চিদ্র অঘোষয়া। শান্তিপূর্ণ রাজত্বে আমার বহুদিন জলে নাই সমর-অনল । ক্ষুধিত, তৃষিত, অসি ; ইচ্ছা হয়, এই দণ্ডে গিয়ে, দিই ঘুঢ়াইয়া তার আহব পিপাসা। আসিলাম একবার দেখিতে তোমারে। হয় ত বা এভক্ষণ এসেছেন মন্ত্রী, রয়েছেন অপেক্ষায় মোর ; যাই তবে প্রিয়ে ? কেন নাথ ! আকাশের উদার হৃদয়ে গুপ্ত ভীমবজ’নিষ্ঠুরতা, রাজসিংহাসনতলে গুপ্ত রক্তনদী বহিবে কি চিরদিন