পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8र्थ लूश्च । ] সুলতান । রাণী । সুলতান । রাণী । সুলতান । সন্ন্যাসিনী । 8& করে যুদ্ধ উৎপীড়িত হয়ে, কিন্তু নহে অনভিজ্ঞ ; রাখিতে মানীর মান প্রস্থত সৰ্ব্বদা। অবশ্য, ক্ষত্ৰিয়নীতি সমুদার বটে ; কিন্তু বরং মৃত্যু প্রার্থনীয়, তবু শত্রুর সৌজন্য একান্ত অসহ প্রাণে— জানিবেন ইহা । বীরের উচিত কথা এইরূপ বটে ; শুনে বড় হইলাম প্রীত। কিন্তু কেন অকারণ এ শক্রতা মোগলে হিন্দুতে, চিরযুদ্ধ, চিররক্তপাত, এমনি কি রবে চিরদিন ? আছে এক বিনীত প্রার্থনা । প্রার্থনা ! কি প্রার্থনা ? বল, শুনিতেছি । ইহাই প্রার্থনা মোর ;– আশ্রিতের প্রতি না করেন উৎপীড়ন, নিরুদ্বেগে বাস করে প্রজা, আমার আর কার্য্যে না করেন হস্তক্ষেপ । নাহি পারি সত্য করিবারে । ইচ্ছা হয় দাও ছেড়ে,