পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brసె বাঙ্গালা সাহিত্যের আদিযুগ ও পরযুগ ঠিক করিয়া যে দিনটা দেখিলেন,-পুরোহিত ব্রাহ্মণ আসিয়া বলিল,-সে যাত্রার পক্ষে দিনটা ভাল নয় । তারপর— “এমন শুনিয়া সাধু মুখ করে বাকা । নফরে আদেশ করি মারে তারে ধাক ॥” এখন কি কেহ কল্পনা করিতে পারেন যে একটা পেনের ছেলে বামুনকে বাড়ীতে ডাকিয়া আনিয়া দিন দেখিয়৷ যাহা ভাল তাহাই বলার অপরাধে নফর দিয়া ধাক্কা মারিয়া তাহাকে তাড়াইয়া দিতে সাহস করিতে পারে ? আরও দেখা যায় শ্ৰীমন্ত সদাগর এক ব্রাহ্মণের টোলে সংস্কৃত পড়িতেছেন । সে ব্রাহ্মণ অবশ্য এখনকার দিনের ব্রাহ্মণ কখনই নয়। টোল তো দূরের কথা সংস্কৃত কলেজে সেদিন পর্যস্ত ব্রাহ্মণ ও বৈদ্য ভিন্ন অপর কোন জাতির প্রবেশাধিকার ছিলনা । ব্রাহ্মণের পৈতা সৰ্ব্বদা না পরিলেও চলিত । ময়নামতীর গানে দেখা যায়, ব্রাহ্মণ পৈতা চাদরের মত ঘরের এক জায়গায় টাঙ্গাইয়া রাখিতেন, রাজসভায় যাওয়ার সময় পরিয়া বাইতেন । বিজয়গুপ্তের পল্প