পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য જે૨ উত্তরে আমরা এই বলিব—যে পুরাতন জিনিষের খোল ও নলিচা সমস্ত পরিবর্তন করা চলে না। সাধারণ লোক যে সকল কথা চিরকাল শুনিয়া আসিয়াছে, ধৰ্ম্মউৎসবে যাহা চিরকাল গাওয়া হইয়াছে, তাহ অন্তরূপ করার উপায় ছিলনা, লোকে মনগড়া নূতন কথা শুনিবে কেন ? এইজন্য প্রাচীন খসড়া তাহার। বদলাইতে সাহসী হন নাই । তাহারা ভাষা সস্তুজ করিয়াছেন, শুনিতে মিষ্ট ও সহজ সংস্কৃত কথার আমদানী করিয়াড়েন ; স্থানে স্থানে ভক্তির কথা আনিয়াছেন, একরূপ কাঠামো ঠিক রাখিয়া চাল চত্র করিয়াছেন, এই পৰ্য্যস্ত । ৫ । এই সকল কাব্য ও কথা যতটা প্রচীন, ততটা তাহাদের মধ্যে সমুদ্র যাত্রার বিবরণ সুস্পষ্ট। বংশীদাস বিজয়গুপ্ত প্রভৃতি কবির সমুদ্ৰ-যাত্রার বিবরণ খুব । যথাযথ ও স্বন্দর। কবিকঙ্কণের সময় সমুদ্রযাত্র ছিলনা, সুতরাং তাহার এই সকল বিবরণ অনেকটা গল্পের মত,-ভাহা বিশ্বাস করা যায় না। গীত-কথা ও ব্ৰতকথায় সমুত্র যাত্রার বিবরণ বিশ্বাসযোগ্য— সেগুলি পড়িলে অনেক ঐতিহাসিক কথা জানিতে