পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S > বাঙ্গালা সাহিত্যের আদিযুগ ও পরযুগ ব্রাহ্মণগণের কোন প্রভাবই নাই—কাব্যের শ্রেষ্ঠ ব্যক্তি ও নায়ক নায়িকা—বেনে জাতীয়। বেনেরাই বৌদ্ধযুগের বড়লোক ছিলেন । গীতি-কথাগুলিতে দেখা যায় যে সদাগরের ছেলের রাজপুত্রদের সমকক্ষ । রাজপুত্র এবং সদাগরের পুত্র প্রাণে প্রাণে বন্ধু, সদাগরের পুত্রেরাই অনেক সময় রাজকন্যাদের বর। এই সকল কাব্য ও কথায় জাতিভেদের অণটাঅ’াটি কিছুমাত্র দেখা যায় না । বেনের ছেলে শ্ৰীমন্ত শালীবাঙ্গম ও বিক্রমশীল এই দুই ক্ষত্রিয় রাজার কন্যাকে বিবাহ করিয়াছিলেন । সমুদ্রযাত্রা নিষেধ হওয়ার পরে বেনে জাতির অবনতি সুরু হয়, তদবধি ইহঁাদের সামাজিক খৰ্ব্বত হইয়াছে। শুধু বেনে জাতি নহে, চণ্ডীমঙ্গলে ব্যাধ জাতীয় কালকেতুও কাব্য-নায়ক । ব্রহ্মণ্য ধৰ্ম্মের নব-জাগরণের পর এরূপ কাব্য কল্পিত হইতে পারিত না । যদি কেহ একথা বলেন যে এই সকল কাব্যের অনেকগুলিই তো পরবর্তী যুগে নূতন করিয়া লিখিয়া ছিলেন, তখন ব্রাহ্মণ্যধর্মের পূর্ণ প্রভাব—সেগুলিতে র্তাহার এ সকল কথা থাকিতে দিলেন কেন ? তাহার