পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য જે 8 বাপ ভাইকে নিরাপদে আনিয়া বাড়ী পৌছিয়া দিয়া যাও।” ডিঙ্গাগুলিকে করযোড়ে বলিত, “তোমরা তো নানা জায়গায় যাও, আমাদের বাপ ভাই কেমন আছে বলিয়া দাও।” কতকগুলি কথা এই যুগের সমস্ত কাব্যেই একভাবে পাওয়া যায়। কতকগুলি ছোট ছোট উপম পাড়াগায়ের লোকেরা যাহা রোজ কথায় ব্যবহার করে, —তাহাই একই ভাবে সকল পুস্তকেই দেখা যায় ‘প্রদীপ নিবিয়া গেলে তৈল দিয়া কি হইবে,—ক্ষেতের জল । গেলে শেষে আইল বাধিলে কি হইবে’ – কথায় কথায় চলিয়৷ এই ভাবের ছড়া আছে। দুধের পাহারা বিড়াল, —কচু বনের পাহারা শূকর,—এইরূপ উপমা দিয়া নিৰ্ব্ব দ্ধিতার দৃষ্টান্ত দেওয়া হইয়াছে। বানিয়ার কোঁটায় সিন্দুর রাখিয়া দিলে তাহা নিরাপদ হয়,—এই কথাটা যেমন ময়নামতির গানে পাইতেছি, তেমনই গীতিকথায়ও পাইতেছি । সরল গ্রাম্য উপমা গোরক্ষবিজয়, গোবিন্দ চন্দ্রের গান, গীতিকথা, ব্ৰতকথা এই সকল পুস্তকেই একই ভাবে পাওয়া বাইতেছে। - जत्कूङ श्रल ७हे नकल . कोरबा भूदहे कम ।