পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭ বাঙ্গালা সাহিত্যের আদিযুগ ও পরযুগ ”অঘোরে ঘুমায় কন্যা এলোথেলো বেশ । সারাটি পালঙ্ক জুড়ে ছড়িয়া আছে দীঘল মাথার কেশ । রূপবর্ণনা এইরূপ । সে সকল সহজ কথা, সরল উপমা ও প্রাণের কথা লষ্টয়া আদি-যুগ চলিয়া গেল। দ্বিতীয় অর্থাৎ সংস্কৃতের যুগে রূপ বর্ণনা হইল এইরূপ — “দেখ দ্বিজ মনসিজ জিনিয়া মুরতি। পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয়ে শ্রুতি ॥ অনুপম তমু শু্যাম নীলোৎপল আভা । মুখ-রুচি কত শুচি করিয়াছে শোভা । দেখ উরু যুগ্ম ভুরু ললাট প্রসর। কি সানন্দ গতি মন্দ মত্ত করিবর। ভুজ যুগে নিন্দে নাগে আজানুলম্বিত। করিকর যুগকর বাহু মুবলিত । কাশীদাস ।