পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য ఏNు সচরাচর যেরূপ স্ত্রীপুরুষ দেখা যায়, তাহাদের দিকে একবারেই দৃষ্টি করিতেন না-সংস্কৃত সাহিত্যে যে সকল রূপ বর্ণনা পড়িয়াছিলেন - তাহাই চোখ বুজিয়৷ श्राeज्जांझेग्ना याट्टे ?टन । কিন্তু ব্রাহ্মণ-এভাবের আগেকার যুগের সাহিতে্যু সংস্কৃত শব্দের জায়গায় ছোট ছোট সহজ গ্রাম্য কথা পাওয়া যায়, তাহারা সংস্কৃত ব্যাকরণের শাসন মান্য করেন নাই ; আবার ছোট ছোট গ্রাম্য উপমা দিয়া কবির তাদের বর্ণনাগুলি স্পষ্ট করিয়া গিয়াছেন । গোপীচন্দ্র তাহার স্ত্রী অদ্ভুনার দাতের শোভা বলিতে যাইয়৷ কহিয়াছেন, দাতগুলি সোলার স্যায় ধবধবে সাদা। এই কথায় দুইটী জিনিষ মনে হয়, প্রথমতঃ তখনও মুসলমান প্রভাবের ফলে দাতের মাজমের ব্যবহারের চলন হয় নাই, এবং পান খাওয়ার রীতিটা খুব বাড়াবাড়ি রকমের ছিল না । হীরা নটার দাসী তাহাকে বাইয়া বলিতেছে, “রাজপুত্রের রূপের কথা তোমায় কি বলিব ? তাহার পায়ে যে রূপ আছে, তোমার মূখে তা নাই।” গীতিকথায় রাজকন্যার চুলের বর্ণনা করিতে ষাইয়া কবি লিখিয়াছেন ;