পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ৯৮ ৭। আদিযুগের কবিতায় স্ত্রীপুরুষের ভালবাসা পাড়াগেয়ে ধরণের ; ভোগ জিনিষটার উপরই বেশী দৃষ্টি, প্রেমটা তাদৃশ রুচি-শুদ্ধ ছিল না। সেই ভালবাসায় হিংসা দ্বেষ, কথা কাটা-কাটি খুবই বেশী, বাজলার পাড়াগায়ে এখনও অনেক ঘরে তার নমুনা পাওয়া যায়। ঝগড়া করিতে গেলে তাদের সাধু-ভাষা জুটিত না, খুব রয়ে সয়ে কথা বলবার তাদের সাধ্য ছিল না—তারা ভদ্রভাবে স্থই একটি চোখা কথায় বক্ষ ভেদ করিবার মত অস্ত্রের ব্যবহার জানিত না— রাগ হইলে ঝড়ের মত কথার লহর ছুটিত—ভাল মন্দ নানা কথাই বলিয়া ফেলিত। এখন আমরা সে সকল কথা বলিতে লজ্জা বোধ করি, সেকালের লোকেরা তাহা বলিতে কোনই লজ্জা বোধ করিত না । সুতরাং সমাজের যখন ভিন্নরূপ রুচি ছিল তখন এখনকার সঙ্গে তার মোটেই তুলনা চলে না । সে কালের হরপাৰ্ব্বতীর কোন্দল, মনসাদেবীর প্রতি চণ্ডীর ব্যবহার, ডুমুনী লইয়া শিবের সঙ্গে পাৰ্ব্বতীর বচসা—এ সকল বর্ণনা এখনকার সভ্যতার কোন ধার ধারে না । ৮। সে যুগে কৃষিই ছিল গৃহস্থের প্রধান অবলম্বন,