পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S No অনুবাদের যুগ উড়াইতে পক্ষী, বৃক্ষদল বিচলিতে, তৃয় আগমন হেন মানে । দ্রুতগতি শেষ করত পুন চমকই নিরখণ্ড তুয়া পথ পানে । শবদ অধীর নূপুর দূরে তেজ, রিপু সদৃশ রতিরঙ্গে অতি তম: পুঞ্জ কুঞ্জবনে চল সখি নীল উড়নী লেহ সঙ্গে । যাহারা সংস্কৃত শব্দ বাঙ্গলা ভাষায় খুব বেশী পরিমাণে আনিয়াছেন, তাহাদের কথাই বলা হইয়াছে। কিন্তু যাহার এই পথের প্রথম পথিক, র্যাহারা লোকের রুচি প্রথমত শাস্ত্রগ্রন্থের দিকে টানিয়া আনিয়াছেন, তাহাদের মধ্যে প্রধান ব্যক্তিদের কথা একেবারেই বলা হয় নাই । - সংস্কৃত শব্দ-ভাণ্ডারের দিকে প্রথম পথ দেখাইয়াছেন বৈষ্ণব কাব্য চণ্ডীদাস । তিনি প্রায় ৬৫০ বৎসর পূর্বে জীবিত ছিলেন। তাহার পূৰ্ব্বে কেহ সংস্কৃত শব্দ সংস্কৃত উপমা বাঙ্গলা ভাষায় আনেন নাই। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই ষে তিনি সংস্কৃতের ভাণ্ডারের পথ