পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল ৰাঙ্গাল সাহিত্য ᎼᏱb← টের পাইয়া—এবং প্রথম প্রথম কতকটা সেই পথে ঢুকিয়াও আবার পাড়া-গায়ের ভাষার পথে কিরিয়া আসিয়া ছিলেন, সে কথা পরে বলিব । চণ্ডীদাসের বাড়ী ছিল বীরভূম জেলায়, নান্ন রগ্রাম। চণ্ডীদাসের কৃষ্ণ-কীৰ্ত্তন নামে একখানি পুস্তক পাওয়া গিয়াছে। স্ক্রযুক্ত বসন্তরঞ্জন রায় মহাশয় এই পুস্তক প্রথম প্রকাশ করেন। এই কাব্যে চণ্ডীদাস অনেক সংস্কৃত শব্দ ব্যবহার করেন, ইহার প্রথম অংশ জয়দেবের গীত-গোবিনোর একরূপ অনুবাদও বলা যাইতে পারে। বোধ হয় প্রায় চণ্ডীদাসের সমকালে সঞ্জয় নামক কোন কৰি মহাভারতের একখানি বাঙ্গলা অনুবাদ রচনা করেন। তারপরে কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকরণননী, নিত্যানন্দ ঘোষ প্রভৃতি বহু কবি মহাভারভের অম্বুবাদ করিয়াছিলেন—ইহারাই সংস্কৃতের ভাণ্ডার হইতে ছ’হাতে শব্দ সংগ্ৰহ করিয়া বাঙ্গালী ভাষাকে সজিত করেন । ভিন শত পঞ্চাশ বৎসর পূর্বে এই সকল কবির রচনার অনেক উন্নতি করিয়া, নিজের অপূর্ব কবিৰ ও